রাইটস লিমিটেড। ছবি: সংগৃহীত।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিগ্রি রয়েছে, কাজের অভিজ্ঞতা দু’বছর কিংবা তার বেশি, এমন প্রার্থীরা কেন্দ্রীয় রেল মন্ত্রক অধীনস্থ সংস্থায় চাকরি পেতে পারেন। রাইটস লিমিটেড সংস্থায় সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ১৫০টি।
উল্লিখিত পদের জন্য মেকানিক্যাল ছাড়াও প্রোডাকশন, প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল, ম্যানুফ্যাকচারিং, মেকানিক্যাল অ্যান্ড অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা বা ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে। ওই ডিগ্রি কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হওয়া বাধ্যতামূলক। পাশাপাশি, তাঁদের ন্যূনতম দু’বছর সংশ্লিষ্ট কাজে পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
সংস্থার তরফে মোট এক বছরের চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। পরবর্তী কালে কাজের ভিত্তিতে ওই মেয়াদ বৃদ্ধি হতে পারে। সংশ্লিষ্ট পদে কাজ করতে আগ্রহীদের ৪০ বছরের মধ্যে বয়স হওয়া বাঞ্ছনীয়। এ জন্য অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। নিযুক্তের জন্য প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ২৯,৭৩৫ টাকা বরাদ্দ করা হয়েছে।
আবেদনের জন্য আলাদা করে ৩০০ টাকা জমা দিতে হবে। অনলাইনে ৩০ ডিসেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দেওয়া যাবে। আবেদনপত্রের সঙ্গে পরিচয়পত্র, জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্রের মতো গুরুত্বপূর্ণ নথির প্রতিলিপিও পাঠানো প্রয়োজন। ১১ জানুয়ারি, ২০২৬-এ লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই হবে।