প্রতীকী ছবি।
শিক্ষাকর্মী খুঁজছে দক্ষিণ দিনাজপুর জেলার একটি সরকারি স্কুল। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে।
করণিক এবং নিরাপত্তা আধিকারিক করা হবে। শূন্যপদ দু’টি। জেলার হরিরামপুর গর্ভমেন্ট মডেল স্কুলের জন্য এই নিয়োগ। তবে কর্মীদের চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। আবেদন করতে পারবেন শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরা। সে ক্ষেত্রে করণিক পদে আবেদনের জন্য সরকারি যে কোনও সংস্থা থেকে অবসর হয়েছেন এমন প্রার্থীরাই আবেদন করতে পারবেন। নিরাপত্তা আধিকারিক পদের ক্ষেত্রে আগে এই বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রাক্তন সেনারাও আবেদন করতে পারবেন। প্রার্থীদের বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
আবেদনের জন্য প্রথমে দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখান থেকে আবেদনপত্র পাওয়া যাবে। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৮ নভেম্বর। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখে নিতে হবে।