বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
চলতি বছর রাজ্য জয়েন্ট প্রবেশিকায় উত্তীর্ণদের জন্য ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ দিচ্ছে বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে।
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য এই ভর্তি। এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। যে সমস্ত প্রার্থীরা ২০২৫ সালে ডব্লিউবিজেইই উত্তীর্ণ হয়েছেন, তাঁদের মেধাতালিকার ভিত্তিতে ‘স্পট কাউন্সেলিং’ প্রক্রিয়ায় ভর্তি নেওয়া হবে। কৃষিবিদ্যা নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে আগ্রহীদের জন্য, ব্যচেলর অফ টেকনোলজিতে (বিটেক) পড়ার সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান। তবে, কাউন্সেলিং-এ বসতে হলে প্রার্থীর উচ্চ মাধ্যমিকে পদার্থবিদ্যা, রসায়ন, গণিত এবং ইংরেজি বিষয় থাকতেই হবে। পাশপাশি রাজ্য অথবা কেন্দ্রীয় সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ করা প্রয়োজন। ভারতের নাগরিক হতে হবে। প্রার্থীর বয়স ৩১ ডিসেম্বর ২০২৫ অনুযায়ী ১৭ বছরের মধ্যে হতে হবে।
চলতি মাসের ১৮ নভেম্বর কাউন্সেলিং হবে। প্রতিষ্ঠানের এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বিভাগেই সভাঘরে আয়োজন করা হয়েছে কাউন্সেলিং প্রক্রিয়া। বেলা ১টা থেকে শুরু কাউন্সেলিং শুরু হবে। বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকে।