ছবি: সংগৃহীত।
পরীক্ষা বাতিল বিতর্কের মাঝে মুখ খুলল স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি)। চলতি বছরের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এগজ়ামিনেশন (সিজিএলই) ‘পরীক্ষা নির্বিঘ্নে চলছে’, এমনটাই বিবৃতি দিয়েছে কমিশন। জানানো হয়েছে, তিন লক্ষেরও বেশি পরীক্ষার্থী ২,৪৩৫টি শিফটে পরীক্ষা দিচ্ছেন, যার মধ্যে মাত্র ২৫টি শিফটের পরীক্ষা বাতিল করা হয়েছে।
১২ সেপ্টেম্বর ঝাড়খণ্ড এবং পশ্চিমঙ্গের কেন্দ্রের সমস্ত শিফট এবং ১৪ সেপ্টেম্বর ঝাড়খণ্ডের একটি কেন্দ্রের প্রথম শিফটের পরীক্ষা বাতিল করেছে এসএসসি। ওই কেন্দ্রগুলির সমস্ত পরীক্ষার্থীকেই নতুন করে পরীক্ষায় বসতে দেওয়া হবে বলে আশ্বস্ত করেছে কমিশন। তবে, পরীক্ষা শুরু হওয়ার পর থেকে সমাজমাধ্যমে একাধিক পরীক্ষার্থী এসএসসি-র ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। তাঁরা দাবি করেন, আরও অনেক কেন্দ্রেই পরীক্ষা বাতিল করা হয়েছে। হু হু করে ছড়িয়ে পড়ছে ভুয়ো খবর।
এ বার তারই জবাব এল মিনিস্ট্রি অফ পার্সোনেল, পাবলিক গ্রিভান্সেস অ্যান্ড পেনশনস-এর তরফে। এক বিবৃতিতে এসএসসি জানায়, যে সমস্ত শিফট বাতিল হয়েছে, তার ৭,৭০৫ জন পরীক্ষার্থী অন্য তারিখে শীঘ্রই পরীক্ষায় বসতে চলেছেন।
গ্রুপ বি এবং গ্রুপ সি বিভাগের ১৪,৫৮২ পদে নিয়োগের পরীক্ষা শুরু হয়েছে ১২ সেপ্টেম্বর থেকে, চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। ১২৯ টি শহরের ২২৭টি কেন্দ্রে প্রতিদিন তিনটি শিফটে ওই পরীক্ষা নিচ্ছে এসএসসি।
কমিশন জানিয়েছে, ‘পাবলিক এগজ়ামিনেশন (প্রিভেনশনস অফ আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪’ অনুযায়ী, হলে বসে উত্তর নিয়ে আলোচনা করলে পরীক্ষা বাতিল করা হবে। এ ছাড়াও প্রতিটি কেন্দ্রে ভুয়ো পরীক্ষার্থীদের চিহ্নিত করতে বায়োমেটিক সিকিয়োরিটির ব্যবস্থা থাকছে। প্রশ্ন ফাঁস রুখতে এআই অ্যানালিটিক্স-এর সাহায্য নেওয়া হবে।