SSC CGLE 2025

পরীক্ষায় চলছে ‘হ্যাকিং’! অপরাধী চিহ্নিত করতে নজরদারি বৃদ্ধি করল স্টাফ সিলেকশন কমিশন

কমিশন জানিয়েছে, কম্পিউটার বেসড এগজ়াম শুরু হওয়ার পর দূরের কোনও সিস্টেম থেকে বেশ কিছু পরীক্ষা কেন্দ্রের যন্ত্র হ্যাক করার প্রমাণ পাওয়া গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৩
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এগজ়ামিনেশন (সিজিএলই) নিয়ে লাগাতার সমস্যা হয়েই চলেছে। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে একাধিক কেন্দ্রে পরীক্ষা বাতিলের জেরে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল স্টাফ সিলেকশন কমিশনকে। এ বার সেই পরীক্ষায় ‘রিমোট হ্যাকিং’ করার চেষ্টা করা হয়েছে বলে জানা গিয়েছে। এই চেষ্টা যে কড়া নিরাপত্তার মাঝেও সম্ভব, তা স্বীকার করেছে এসএসসি।

Advertisement

সংবাদমাধ্যমকে কমিশন জানিয়েছে, কম্পিউটার বেসড এগজ়াম শুরু হওয়ার পর দূরের কোনও সিস্টেম থেকে বেশ কিছু পরীক্ষা কেন্দ্রের যন্ত্র হ্যাক করার প্রমাণ পাওয়া গিয়েছে। অপরাধে জড়িত ব্যক্তিরা এই কাজ যাতে দ্বিতীয় বার করতে না পারেন, তার ব্যবস্থা করছে এসএসসি।

প্রতিটি পরীক্ষার্থী যে সময় থেকে কম্পিউটারে উত্তর লেখা শুরু করছেন, সেই সময় থেকেই কমিশনের অ্যাডভান্সড ডিজিটাল সার্ভেলেন্স সিস্টেম তাঁর উপর নজর রাখতে শুরু করছে। কেউ যদি রিমোট হ্যাকিং-এর সাহায্যে পরীক্ষা দিয়েও ফেলেন, সে ক্ষেত্রে তাঁর নাম, রোল নম্বর চিহ্নিত করে পরীক্ষা এবং মার্কশিট বাতিল করা হবে। এ ছাড়াও অভিযুক্তের বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করবে কমিশন।

Advertisement

যান্ত্রিক ত্রুটি বা অন্য কারণে পরীক্ষা দিতে অসুবিধা হয়েছে, এমন পরীক্ষার্থীদের থেকে তাঁদের সমস্যার কথা শুনেছে এসএসসি। জানা গিয়েছে, কমিশনের ‘ফিডব্যাক পোর্টাল’-এ প্রায় ১০ হাজার মন্তব্য জমা পড়েছে। এর মধ্যে ২ হাজার পরীক্ষার্থী যান্ত্রিক সমস্যা নিয়ে অভিযোগ করেছেন। এই সমস্ত অভিযোগ খতিয়ে দেখার পর তাঁদের ফের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে বলে জানা গিয়েছে। ওই পরীক্ষা ২৬ সেপ্টেম্বর বা তার আগেই নেবে এসএসসি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement