SBI Recruitment 2025

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৪২টি শূন্যপদে কর্মখালি, নিয়োগ ইন্টারভিউয়ের মাধ্যমে

ম্যানেজার (ডেটা সায়েন্টিস্ট) এবং ডেপুটি ম্যানেজার (ডেটা সায়েন্টিস্ট) পদে নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে যথাক্রমে ৮৫,৯২০-১,০৫,২৮০ টাকা এবং ৬৪,৮২০-৯৩,৯৬০ টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২৭
Share:

এসবিআই। সংগৃহীত ছবি।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-য় কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে এই মর্মে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তা অনুযায়ী, ব্যাঙ্কে মিডল ম্যানেজমেন্ট গ্রেডের দু’টি ভিন্ন পদে নিযুক্তদের কাজের সুযোগ মিলবে। আগ্রহীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Advertisement

ব্যাঙ্কে ম্যানেজার (ডেটা সায়েন্টিস্ট) এবং ডেপুটি ম্যানেজার (ডেটা সায়েন্টিস্ট) হিসেবে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ৪২। প্রাথমিক ভাবে নিযুক্তদের কর্মস্থল হবে মুম্বই। তবে পরবর্তী কালে অন্যত্রও পোস্টিং দেওয়া হতে পারে।

ম্যানেজার (ডেটা সায়েন্টিস্ট) এবং ডেপুটি ম্যানেজার (ডেটা সায়েন্টিস্ট) পদে আবেদনকারীদের বয়স যথাক্রমে ২৬-৩৬ বছর এবং ২৪-৩২ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। ম্যানেজার (ডেটা সায়েন্টিস্ট) এবং ডেপুটি ম্যানেজার (ডেটা সায়েন্টিস্ট) পদে নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে যথাক্রমে ৮৫,৯২০-১,০৫,২৮০ টাকা এবং ৬৪,৮২০-৯৩,৯৬০ টাকা। এ ছাড়াও মিলবে অন্যান্য সুযোগসুবিধা।

Advertisement

ম্যানেজার (ডেটা সায়েন্টিস্ট) পদের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স/ আইটি/ ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ডেটা সায়েন্স/ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং বা সম্পর্কিত বিষয়ে বিই/ বিটেক/ এমটেক ডিগ্রি থাকতে হবে। যাঁদের ডেটা সায়েন্সে এমএসসি/ স্ট্যাটিস্টিক্সে এমএসসি বা এমএ/ এমস্ট্যাট/ এমসিএ ডিগ্রি রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন। পাশাপাশি, সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের পেশাদারী অভিজ্ঞতাও প্রয়োজন। একই ভাবে, অন্য পদটির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।

যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বাছাইয়ের পরে সংশ্লিষ্ট পদের জন্য চূড়ান্ত যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। ইচ্ছুক প্রার্থীদের ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করে আবেদনমূল্য বাবদ ৭৫০ টাকা জমা দিতে হবে। আবেদনমূল্যে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণিভুক্তরা। এর পরে সমস্ত প্রয়োজনীয় নথি অনলাইনে আপলোড করতে হবে। আগামী ২৪ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি সবিস্তার জানতে ব্যাঙ্কের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement