Teaching Jobs

অলচিকিতে পড়াতে হবে, অতিথি শিক্ষক খুঁজছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, কোন শর্তে মিলবে সুযোগ?

অতিথি শিক্ষক হিসাবে আবেদনকারীদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৫ ১৩:২১
Share:

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সাঁওতালি বিভাগে অতিথি শিক্ষক প্রয়োজন। শিক্ষকতার জন্য মোট তিন জনকে নিয়োগ করা হবে। তবে, বিশ্ববিদ্যালয়ের তরফে এই পদে নিয়োগের বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে।

Advertisement

আবেদনের শর্তাবলি:

  • সাঁওতালি ভাষায়, বিশেষ করে অলচিকি হরফ ব্যবহারে সাবলীল হওয়া আবশ্যক।
Advertisement
  • উল্লিখিত বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। তাঁদের পিএইচডি-র রেজিস্ট্রেশন রেগুলার মোডে হলেই তা গ্রহণযোগ্য।
  • তবে, সাঁওতালি ভাষায় স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরাও আবেদনের সুযোগ পাবেন। সে ক্ষেত্রে তাঁদের স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকা প্রয়োজন।
  • ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট), স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট) কিংবা স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট (স্লেট)-এর মতো পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক।
  • গদ্য, পদ্য, নাটক এবং সাঁওতালি ভাষাতত্ত্ব নিয়ে স্পেশালাইজ়েশন থাকতে হবে।

আবেদনের পদ্ধতি:

ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। সিল করা খামে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র-সহ বিভিন্ন নথি পাঠানো প্রয়োজন। একই সঙ্গে আবেদনমূল্য হিসাবে ১,০০০ টাকার ডিমান্ড ড্রাফ্‌টও পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ২৫ অগস্ট।

কী ভাবে যোগ্যতা যাচাই করা হবে, বেতন-ই বা কত— সেই সম্পর্কিত তথ্য রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (raiganjuniversity.ac.in) শীঘ্রই প্রকাশ করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement