Viswa Bharati University Recruitment 2025

তবলা বা পাখোয়াজ বাজাতে পারেন? বিশ্বভারতীর সঙ্গীত ভবনে মিলতে পারে কাজের সুযোগ

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হিন্দুস্থানি ক্লাসিক্যাল মিউজ়িক বিভাগে তবলা, পাখোয়াজ এবং খোল বাজাতে পারেন, এমন ব্যক্তিকে গেস্ট অ্যাকমপ্যানিস্ট হিসাবে কাজের সুযোগ দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৫ ১৩:৫৩
Share:

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ভবনে অভিজ্ঞ তবলাবাদক শিল্পী প্রয়োজন। ছবি: সংগৃহীত।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ভবনের কর্মখালি। ওই ভবনের হিন্দুস্থানি ক্লাসিক্যাল মিউজ়িক বিভাগে তবলা, পাখোয়াজ এবং খোল বাজাতে পারেন, এমন ব্যক্তিকে গেস্ট অ্যাকমপ্যানিস্ট হিসাবে কাজের সুযোগ দেওয়া হবে। শূন্যপদ দু’টি।

Advertisement

কারা আবেদন করতে পারবেন?

যে সমস্ত ব্যক্তি তবলা, পাখোয়াজ এবং খোল বাজাতে পারেন, তাঁদের অল ইন্ডিয়া রেডিয়ো-র স্বীকৃত শিল্পী হওয়া প্রয়োজন। এ ছা়ড়াও তাঁদের ধ্রুপদী সঙ্গীত বিষয়ে স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক। তবেই, উল্লিখিত পদের জন্য তাঁদের নিয়োগ করা হবে।

Advertisement

পারিশ্রমিক এবং আবেদনের শর্তাবলি:

নিযুক্ত ব্যক্তিদের জন্য প্রতি মাসে ১২ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। আগ্রহীদের সাদা কাগজে আবেদনপত্র লিখে তার সঙ্গে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথি জমা দিতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ:

আবেদনের শেষ দিন ২৯ অগস্ট। ডাকযোগে সঙ্গীত ভবনের অধ্যক্ষের নামে আবেদনপত্র পাঠানো প্রয়োজন। কবে, কী ভাবে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে, সেই বিষয়টি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফে ওয়েবসাইট (visvabharati.ac.in) মারফত জানিয়ে দেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement