Research Associate Jobs 2025

রসায়নে পিএইচডি করেছেন? পেতে পারেন যাদবপুরের আইএসিএস-এর গবেষণায় যোগদানের সুযোগ

ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস), যাদবপুরের তরফে রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে পিএইচডি ডিগ্রি প্রাপ্ত ব্যক্তিকে গবেষণার সুযোগ দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৫ ১২:২৫
Share:

ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস), যাদবপুর। ছবি: সংগৃহীত।

পিএইচডি ডিগ্রি অর্জনের পর গবেষণার সুযোগ খুঁজছেন? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস), যাদবপুর থেকে সেই সুযোগ পেতে পারেন। ওই সংস্থার স্কুল অফ বায়োলজিক্যাল সায়েন্সেস-এর একটি গবেষণা প্রকল্পে রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে পিএইচডি ডিগ্রি প্রাপ্ত প্রার্থী প্রয়োজন। তবে, শূন্যপদ ক’টি, সেই সম্পর্কে কোনও তথ্য সংস্থার তরফে জানানো হয়নি।

Advertisement

কোন শর্তে আবেদন করতে পারবেন?

রসায়ন কিংবা কেমিক্যাল সায়েন্সেস বিষয়ে পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত ব্যক্তিরা উল্লিখিত বিভাগের কাজের সুযোগ পেতে পারেন। তাঁদের পেপটাইড এবং তার সংগঠনের প্রক্রিয়া সম্পর্কে গবেষণার পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক। প্রার্থীরা এই বিষয়টিতে কতটা ওয়াকিবহাল, তা আইএসিএস, যাদবপুরের বিশেষজ্ঞরা ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই করে নেবেন।

Advertisement

পদ সংক্রান্ত তথ্য:

মোট এক বছরের চুক্তিতে নিযুক্তদের কাজ করতে হবে। পরে ওই মেয়াদ প্রতি ছ’মাস অন্তর কাজের উৎকর্ষের নিরিখে বৃদ্ধি পাবে। সংস্থার নিয়মানুসারে নিযুক্তেরা নির্দিষ্ট অঙ্কের পারিশ্রমিক পাবেন।

কী ভাবে আবেদন করবেন?

আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৪ অগস্ট। বাছাই করা প্রার্থীদের ১৯ অগস্ট ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ কখন শুরু হবে, তা সংস্থার তরফে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। এই বিষয়ে আরও তথ্য জানতে আগ্রহীরা সংস্থার ওয়েবসাইটটি (iacs.res.in) দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement