বায়ুবাহিত ব্যাক্টেরিয়া মানুষের স্বাস্থ্যে প্রভাব ফেলছে কতটা? তা নিয়েই গবেষণা করছে বোস ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।
বায়ুবাহিত ব্যাক্টেরিয়ার কারণে গাঙ্গেয় সমভূমি অঞ্চলের মানুষের স্বাস্থ্যে কী ধরনের প্রভাব পড়ছে? তা নিয়েই গবেষণার কাজ শুরু করেছে বোস ইনস্টিটিউট। ওই সংস্থার ফিজ়িক্যাল সায়েন্সেস বিভাগের তরফে সংশ্লিষ্ট প্রকল্পে কাজের জন্য গবেষক খোঁজা হচ্ছে। শূন্যপদ তিনটি।
জুনিয়র রিসার্চ ফেলো, রিসার্চ অ্যাসোসিয়েট, প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবে তিনজনকে নিয়োগ করা হবে। জুনিয়র রিসার্চ ফেলো পদে অনূর্ধ্ব ২৮ বছর বয়সি, যাঁদের বেসিক সায়েন্সেস বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা রয়েছে, তাঁরা আবেদন করতে পারবেন। পাশাপাশি তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন। পারিশ্রমিক ৩৭ হাজার টাকা।
রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে অনূর্ধ্ব ৩৫ বছর বয়সি ব্যক্তিকে নিয়োগ করা হবে। তাঁদের ফার্মাসি, ভেটেরেনারি সায়েন্স, ইঞ্জিনিয়ারিং কিংবা টেকনোলজি শাখার কোনও বিষয়ে পিএইচডি থাকা প্রয়োজন। একই সঙ্গে সায়েন্স সাইটেশন ইনডেক্সড জার্নালে অন্তত একটি গবেষণাপত্র প্রকাশিত হতেই হবে। পারিশ্রমিক ৫৮ হাজার টাকা।
প্রজেক্ট অ্যাসোসিয়েটের বয়সও ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। তাঁদের এগ্রিকালচারাল সায়েন্সস, কিংবা ন্যাচরাল সায়েন্সেস বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন হতে হবে। পারিশ্রমিক ৩১ হাজার টাকা।
আগ্রহীরা ডাকযোগে আবেদন পাঠাতে পারবেন। আবেদনের শেষ দিন ১৮ অগস্ট। আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথি জমা দিতে হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে গবেষকদের যোগ্যতা যাচাই করে নিতে চায় বোস ইনস্টিটিউট। কবে তা হবে, সেই সম্পর্কে ওয়েবসাইটেই (jcbose.ac.in) তথ্য দেওয়া হবে।