কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইন্টার্ন প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের মেধাস্বত্ব অধিকার আইন সংক্রান্ত সেলের অধীনে ওই পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ তিনটি।
যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা এই কাজের জন্য আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের মাইক্রোসফট অফিস সফট্ওয়্যার ব্যবহারে দক্ষ এবং ইংরেজিতে সাবলীল হতে হবে। এ ক্ষেত্রে মেধাস্বত্ব অধিকার আইন সংক্রান্ত বিষয়ে জ্ঞান থাকার দরকার।
নিযুক্তদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। প্রতি মাসে তাঁদের জন্য পারিশ্রমিক হিসাবে ১৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। মোট ছ’মাসের চুক্তিতে কাজ করতে হবে।
আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের নিয়মমাফিক ই-মেল মারফত আবেদন জানাতে পারেন। আবেদনপত্র ৯ অক্টোবর পর্যন্ত গ্রহণ করা হবে। কী ভাবে আবেদনপত্র তৈরি করবেন, তার বিশদ তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (caluniv.ac.in) থেকে দেখে নিতে পারেন।