ইউপিএসসি। ছবি: সংগৃহীত।
দেশের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)। এর মাধ্যমে সরকারি বিভিন্ন দফতরে ও অন্য ক্ষেত্রে আমলা নিয়োগ করে কমিশন। প্রতি বছর পরীক্ষা দেন লক্ষাধিক পরীক্ষার্থী। প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করার পর অনেক সময়ই মেন-এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ইন্টারভিউতে পাশ করতে পারেন না। তাঁদের কথা ভেবেই এ বার নয়া উদ্যোগ কমিশনের। চালু করা হচ্ছে এক অভিনব ব্যবস্থা।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, কমিশনের তরফে ‘প্রতিভা সেতু’ নামক একটি প্ল্যাটফর্ম চালু করা হবে। যেখানে ইউপিএসসি-র মেন পরীক্ষার ইন্টারভিউয়ে অনুত্তীর্ণদের বিভিন্ন সংস্থায় চাকরির সুযোগ করে দেওয়া হবে।
কমিশন জানিয়েছে, এই প্ল্যাটফর্মটি ব্যবহারের সুযোগ পাবেন ইউপিএসসি-র মেন পরীক্ষার ইন্টারভিউয়ে অকৃতকার্যরা। একই ভাবে চাকরিদাতা হিসাবে পোর্টাল ব্যবহার করতে পারবেন বিভিন্ন কেন্দ্রীয় সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি কিছু সংস্থাও। এই প্ল্যাটফর্ম ব্যবহারের জন্য সংস্থাগুলিকে লগ-ইন আইডি-ও দিয়ে দেবে কমিশন। তারা নিজেরাও রেজিস্টার করে কমিশনের এই পোর্টাল ব্যবহার করতে পারবে। পোর্টালে প্রায় ১০,০০০-এরও বেশি অকৃতকার্য ইউপিএসসি পরীক্ষার্থীদের জীবনপঞ্জি আপলোড করা থাকবে। সেখান থেকে সংস্থাগুলি তাঁদের শিক্ষাগত যোগ্যতা এবং যোগাযোগের নম্বর জানতে পারবে। এর পর নিজেরাই বিভিন্ন মেধাবী কিন্তু ইউপিএসসি-র শেষ ধাপের পরীক্ষায় অকৃতকার্যদের চাকরির জন্য বাছাই করে নিতে পারবে।
উল্লেখ্য, এর আগে ‘প্রতিভা সেতু’ পোর্টালের নাম ছিল ‘পাবলিক ডিসক্লোসার স্কিম’। যা চালু হয়েছিল ২০১৮ সালে। এই স্কিমের অধীনে শুধুমাত্র ইউপিএসসি-র মেন পরীক্ষায় ইন্টারভিউতে অকৃতকার্যদের তালিকা প্রকাশ করা হত।