ইন্ডিয়ান এগ্রিকালচারাল ইনস্টিটিউট (আইএআরআই)। ছবি: সংগৃহীত।
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করবে ইন্ডিয়ান এগ্রিকালচারাল ইনস্টিটিউট (আইএআরআই)। ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ (আইসিএআর) অধীনস্থ এই সংস্থার তরফে জানানো হয়েছে, কেন্দ্র সরকারের অর্থপুষ্ট প্রকল্পে কাজের জন্য সিনিয়র রিসার্চ ফেলো পদে কর্মী প্রয়োজন। ওই কাজের জন্য মোট দু’জনকে নিয়োগ করা হবে।
সিনিয়র রিসার্চ ফেলো হিসাবে প্লান্ট প্যাথোলজি, ভায়রোলজি, মলিকিউলার বায়োলজি, বায়োটেকনোলজি বিষয়ের মধ্যে যে কোনও একটিতে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নিয়োগ করা হবে। তবে, তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) বা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে এবং একই সঙ্গে দু’বছরের কাজের অভিজ্ঞতাও থাকা প্রয়োজন। নিযুক্তদের ভাতা-সহ বেতন বাবদ প্রতি মাসে ৩৭ হাজার টাকা থেকে ৪২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
ইয়ং প্রফেশনাল হিসাবে কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অপারেটিং সিস্টেমস কিংবা সমতুল্য বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিকে বেছে নেওয়া হবে। তবে, এ ক্ষেত্রে তাঁর পূর্বে সায়েন্টিফিক অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। ভাতা-সহ বেতন বাবদ প্রতি মাসে নিযুক্তকে ৩০ হাজার টাকা দেওয়া হবে।
প্রার্থীদের বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। চুক্তির ভিত্তিতে নির্দিষ্ট সময়ের মেয়াদে কাজ চলবে। আগ্রহীদের সমস্ত নথি-সহ আবেদনপত্র ১১ মার্চের মধ্যে পাঠাতে বলা হয়েছে। ১৩ মার্চ ইন্টারভিউয়ের মাধ্যমে পদের জন্য বেছে নেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।