সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।
প্রজেক্ট অ্যাসোসিয়েট হওয়ার সুযোগ দেবে সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট। সংস্থার তরফে একটি গবেষণা প্রকল্পে ওই কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। ওই প্রকল্পে আর্থিক অনুদান দেবে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)। শূন্যপদ একটি।
পদার্থবিদ্যা, রসায়নে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা উল্লিখিত পদে কাজের আবেদনের সুযোগ পেতে পারেন। এ ছাড়াও মেটিরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি, পলিমার ইঞ্জিনিয়ারিং কিংবা সমতুল বিষয়ে স্নাতকেরাও আবেদন করতে পারবেন।
উল্লিখিত কাজের জন্য অনূর্ধ্ব ৩৫ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন। নিযুক্তের জন্য প্রতি মাসে ২৫ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হবে। প্রাথমিক ভাবে এক বছরের জন্য নিয়োগ করা হলেও, ১৩ অগস্ট, ২০২৭ পর্যন্ত চুক্তির ভিত্তিতে কাজ করতে পারবেন।
আগ্রহীদের ১৩ অক্টোবর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। তার আগে তাঁদের ই-মেল মারফত আবেদনপত্রে জমা দেওয়া প্রয়োজন। আবেদনের শেষ দিন ১২ অক্টোবর।