Science City Jobs 2025

কলকাতার সায়েন্স সিটিতে ট্রেনি পদে নিয়োগ, মাধ্যমিক উত্তীর্ণেরা পাবেন আবেদনের সুযোগ

নিযুক্তদের প্রতি মাসে ২২ হাজার টাকা ভাতা হিসাবে দেওয়া হবে। তাঁদের কাজের মেয়াদ দু’বছর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৫ ১৭:১৮
Share:

সায়েন্স সিটি। ছবি: সংগৃহীত।

মাধ্যমিক উত্তীর্ণদের জন্য কলকাতার সায়েন্স সিটিতে রয়েছে চাকরির সুযোগ। সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্রেনি পদে কর্মী প্রয়োজন। তাঁদের পেন্টার এবং রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনার ট্রেডে ট্রেনি হিসাবে কাজ করতে হবে। শূন্যপদ দু’টি।

Advertisement

সংশ্লিষ্ট পদে নিযুক্তদের মাধ্যমিক কিংবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। একই সঙ্গে তাঁদের পেন্টার এবং রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনার ট্রেডে কারিগরি শিক্ষাকেন্দ্র (আইটিআই)-এর শংসাপত্র থাকা প্রয়োজন।

নিযুক্তদের প্রতি মাসে ২২ হাজার টাকা ভাতা দেওয়া হবে। কাজের মেয়াদ দু’বছরের। অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। এর জন্য তাঁদের বিজ্ঞপ্তিতে দেওয়া ফর্মটি পূরণ করে পরীক্ষার দিন সঙ্গে করে নিয়ে আসা প্রয়োজন।

Advertisement

১৯ মে সকাল ৯টায় ওই পরীক্ষা নেওয়া হবে। ওই দিন বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার নথি, সরকারি পরিচয়পত্র সঙ্গে রাখা বাঞ্ছনীয়। নিয়োগের আরও শর্তাবলি জানতে সায়েন্স সিটির ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement