প্রতীকী ছবি।
রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে চাকরির সুযোগ। এই মর্মে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
অবসরপ্রাপ্ত ফ্যাসিলিটি ম্যানেজার নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে চারটি। প্রতি মাসে বেতন হবে ১৪ হাজার টাকা। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। আবেদনকারীর বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে। শারীরিক ভাবে সুস্থ থাকা প্রয়োজন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী। ১৪ জুলাই সকাল সাড়ে ১১টা থেকে শুরু হবে ইন্টারভিউ। ওই দিন প্রার্থীদের আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় যেতে হবে। কী কী নথি প্রয়োজন জানতে প্রথমে রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখান থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানা যাবে। এ ছাড়াও আর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে রাজ্য সাস্থ দফতরের ওয়েবসাইটে।