Entertainment News

ঋষিকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চান অমিতাভ!

‘কভি কভি’, ‘আজুবা’, ‘অমর আকবর অ্যান্টনি’র মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন অমিতাভ-ঋষি। বলিউডের এই দুই সুপারস্টার প্রায় ২৭ বছর পর ফের একসঙ্গে ফিরছেন বড় পর্দায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:২৩
Share:

অমিতাভ বচ্চন ও ঋষি কপূর।

আকবর আর অ্যান্টনির রাগারাগি হল নাকি? না, তেমন কোনও ঘটনা নয়। কিন্তু সত্যি সত্যিই ঋষি কপূরকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চেয়েছেন অমিতাভ বচ্চন

Advertisement

উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, অমিতাভের বয়স ৭৫ আর ঋষি ৬৫। ভাবতেই পারেন যে, তাহলে এমনটা কী করে সম্ভব! আসলে, বিষয়টা একটু অন্যরকম।

‘কভি কভি’, ‘আজুবা’, ‘অমর আকবর অ্যান্টনি’র মতো বহু ছবিতে একসঙ্গে কাজ করেছেন অমিতাভ-ঋষি। প্রায় ২৭ বছর পর বলিউডের এই দুই সুপারস্টার ফের একসঙ্গে ফিরছেন বড় পর্দায়।

Advertisement

ছবির নাম ‘১০২ নট আউট’। নামের মতোই, ছবির গল্পেও রয়েছে দারুণ টুইস্ট। সৌম্য জোশীর লেখা একটি গুজরাতি নাটক অবলম্বনে পরিচালক উমেশ শুক্ল এই ছবি তৈরি করছেন। শুক্রবার মুক্তি পেয়েছে ছবির টিজার।

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

শুক্রবার অমিতাভ বচ্চন টুইটারে শেয়ার করেছেন ছবিতে তাঁর লুক। একই সঙ্গে ঋষি কপূরও শেয়ার করেছেন টিজার ও ছবির নির্মাতাদের সঙ্গে তাঁদের কেক কাটার ছবি।

‘১০২ নট আউট’-এ অমিতাভের ছেলের ভূমিকায় দেখা যাবে ঋষি কপূরকে, যাঁর বয়স ৭৫। বাবার ভূমিকায় অমিতাভের বয়স ১০২। ছেলে বয়সে ২৭ বছরের ছোট হলেও, মনের দিক থেকে অনেক বেশি ইয়ং দেখানো হয়েছে ‘বুড়ো’ বাবাকে। চিত্রনাট্যে সন্তান ও বাবার জীবনে ভিন্ন স্বাদের এক বন্ডিং দেখানো হয়েছে।

টিজারের একটি দৃশ্যে রয়েছে যেখানে, অমিতাভ বলছেন তিনি তাঁর ছেলে ঋষিকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চান। বলছেন, ‘আমি বিশ্বের প্রথম বাবা হব, যে নিজের ছেলেকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে...’। ছবির প্রথম ঝলকেই বাজিমাত করেছেন দুই অভিনেতা। ইতিমধ্যেই ভাইরাল ‘১০২ নট আউট’-এর টিজার।

আরও পড়ুন, টিভিতে ফিরছেন কপিল, ঝুলিতে নতুন শো

আরও পড়ুন, শুটিং সেটে তব্বুর শাড়ি ইস্ত্রি করেছিলেন এই পরিচালক!

ছবি মুক্তি পাওয়ার কথা এ বছর মে মাসে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement