John Abraham

‘খুঁত আমার মধ্যেই রয়েছে’ বিয়ের ১১ বছর পরও কেন নিঃসন্তান জন আব্রাহাম? জানালেন কারণ

প্রায় ১১ বছরের দাম্পত্য। এখনও কেন নিঃসন্তান তাঁরা? কৌতূহল অনেকেরই। অবশেষে উত্তর দিলেন জন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৫ ১৩:৪১
Share:

জন আব্রাহাম-প্রিয়া রাঞ্চল। ছবি: সংগৃহীত।

বলিউডের অন্যতম চর্চিত অভিনেতা তিনি। সুপুরুষ বলে নামডাক আছে। কিন্তু বিয়েটা সেরেছিলেন চুপিসারে। অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে দীর্ঘ আট বছরের সম্পর্ক ছিল, একত্রবাস করতেন তাঁরা। কিন্তু সেই সম্পর্ক ভাঙার পর ২০১৪ সালে ফিন্যানশিয়াল কনসালট্যান্ট প্রিয়া রাঞ্চলকে বিয়ে করেন জন আব্রাহাম।

Advertisement

পাদপ্রদীপের আলো থেকে বরাবরই অনেক দূরে প্রিয়া।ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে স্নাতক হয়েছেন।

২০১০-এর এপ্রিলে একটি জিমে প্রিয়ার সঙ্গে জনের প্রথম পরিচয়। প্রেমের সূত্রপাত ২০১১ সালে। তাঁর তিন বছরের মাথায় বিয়ে। প্রায় ১১ বছরের দাম্পত্য। কিন্তু এখনও কীন নিঃসন্তান তাঁরা? কৌতূহল অনেকেরই। অবশেষে উত্তর দিলেন জন।

Advertisement

অভিনেতার জীবনে বরাবরই অন্য লক্ষ্য রয়েছে। সন্তানের জন্ম নিয়ে কখনই খুব বেশি মাথা ঘামাননি। কারণ অভিনেতা জানান, তাঁর জীবনের অন্য কিছুর গুরুত্ব অনেক বেশি। অভিনেতা জানান, সন্তান নিয়ে ভাবার সময় পাননি। শুধু তাই নয় এখনও নিজের কাজেই বেশির ভাগ সময়টা দিতে চান। যদিও তিনি বাবা-মা হওয়া বিপক্ষে এমন নয়। জনের কথায়, ‘‘খুব বেশি পরিকল্পনা করে এ সব করা যায় না। আমার মনে হয়, যদি আপনি একজন অভিভাবক হতে প্রস্তুত থাকেন তখনই সন্তান জন্মের কথা ভাবা উচিত। অন্যথায, সন্তান জন্ম দেবেন না। যদি আপনি পিতা মাতা হওয়ার আনন্দ পেতে চান, এবং আপনি এমন কাউকে লালন-পালন করতে চান যাকে আপনি প্রচুর ভালোবাসা এবং যত্ন সহকারে বড় করতে চান তবেই পরিকল্পনা করুন।’’

স্ত্রী প্রিয়া ও তাঁর সম্পর্কের ভারসাম্য বজায় রেখেছেন। খানিক নিজেকে দোষ দিয়ে জন বলেন, ‘‘আমার মধ্যে বেশ কিছু খুঁত রয়েছে। প্রিয় অনেক পরিণত ও পরিশীলিত। মানুষ হিসেবে খুব ভাল। আমাদের ইন্ডাস্ট্রি পিছনে থাকার মানুষ পাওয়া খুব কঠিন। প্রিয় বরাবরই পিছনেই থাকতে চায়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement