কার্টুনে চ্যাপলিন

চিরচেনা ভবঘুরে মানুষটির বয়স হল ১২৫। এই সওয়া শত বছরে উত্তরোত্তর বেড়েছে তাঁর জনপ্রিয়তা। চার্লি চ্যাপলিনের মায়াকে এড়িয়ে যেতে পেরেছেন কি কেউ? এ প্রশ্নের উত্তর খুঁজে লাভ নেই। তাঁকে নতুন করে পেতেই বরং আগ্রহী উত্তর-প্রজন্ম। ২৫ জুন মুম্বইয়ের ন্যাশনাল সেন্টার ফর দ্য পারফরমিং আর্টস-এ শুরু হল চ্যাপলিনকে নিয়ে এক অভিনব প্রদর্শনী। সারা পৃথিবীর ২০০ জন ডাকসাইটে কার্টুনিস্টের আঁকা চ্যাপলিন-চিত্রকে দেখা যাবে এখানে তিন দিনের জন্য।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ জুন ২০১৫ ০০:০৪
Share:

চিরচেনা ভবঘুরে মানুষটির বয়স হল ১২৫। এই সওয়া শত বছরে উত্তরোত্তর বেড়েছে তাঁর জনপ্রিয়তা। চার্লি চ্যাপলিনের মায়াকে এড়িয়ে যেতে পেরেছেন কি কেউ? এ প্রশ্নের উত্তর খুঁজে লাভ নেই। তাঁকে নতুন করে পেতেই বরং আগ্রহী উত্তর-প্রজন্ম। ২৫ জুন মুম্বইয়ের ন্যাশনাল সেন্টার ফর দ্য পারফরমিং আর্টস-এ শুরু হল চ্যাপলিনকে নিয়ে এক অভিনব প্রদর্শনী। সারা পৃথিবীর ২০০ জন ডাকসাইটে কার্টুনিস্টের আঁকা চ্যাপলিন-চিত্রকে দেখা যাবে এখানে তিন দিনের জন্য।
চ্যাপলিনের এই কার্টুন সংগ্রহকে সম্ভব করেছেন বিখ্যাত কার্টুনিস্ট সুধীর নাথ। এই কার্টুনগুলির একটা সংকলন ‘চ্যাপলিন লাইনস’ নামে প্রকাশের কথা জানালেন চ্যাপলিন ইন্ডিয়া ফোরামের চেয়ারম্যান আর সুধীর নাথ। এই উপলক্ষে দেখানো হল ‘বুদ্ধ অ্যান্ড দ্য চ্যাপলিন স্মাইল’ নামের একটি মালয়ালম ছবিও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement