Shiv Kumar Subramaniam

Shiv Kumar Subrahmanyam: ছেলের মৃত্যুর দু’মাসের মধ্যেই প্রয়াত ‘টু স্টেটস’ খ্যাত অভিনেতা শিবকুমার সুব্রহ্মণ্যম

‘টু স্টেটস’-এ আলিয়া ভট্টের বাবা এবং ‘মীনাক্ষী সুন্দরেশ্বর’-এ সানিয়া মালহোত্রর দাদুর চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন তিনি। তা ছাড়া ১৯৮৯-এর ‘পরিন্দা’, সুধীর মিশ্রের ‘হাজারোঁ খোয়াইশে অ্যাইসি’-র মতো ছবির চিত্রনাট্য লিখেছিলেন এই শিবকুমার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২২ ১২:১৬
Share:

শিব কুমার সুব্রহ্মণ্যম

প্র‍য়াত বর্ষীয়ান অভিনেতা-চিত্রনাট্যকার শিবকুমার সুব্রহ্মণ্যম। বহু দিন ধরেই ক্যানসারে ভুগছিলেন তিনি। রবিবার মধ্য রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন শিবকুমার। সোমবার সকালে মোক্ষধাম হিন্দু শ্মশানে সৎকার হয়েছে তাঁর।

‘টু স্টেটস’-এ আলিয়া ভট্টের বাবা এবং ‘মীনাক্ষী সুন্দরেশ্বর’-এ সানিয়া মালহোত্রর দাদুর চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন তিনি। তা ছাড়া ১৯৮৯-এর ‘পরিন্দা’, সুধীর মিশ্রের ‘হাজারোঁ খোয়াইশে অ্যাইসি’-র মতো ছবির চিত্রনাট্য লিখেছিলেন এই শিবকুমার। সেই ছবি দু’টিতে অভিনয়ও করেছিলেন তিনি। পাশাপাশি কয়েকটি ধারাবাহিকেও দেখা গিয়েছে তাঁকে।

Advertisement

মাত্র দু’মাস আগেই নিজের ছেলে জাহানকে হারিয়েছিলেন শিবকুমার। ১৬ বছরের জন্মদিনের দু’সপ্তাহ আগেই ব্রেন টিউমারে মৃত্যু হয় জাহানের।

পরিচালক হন্সল মেহতা, অভিনেতা রণবীর শোরে, পরিচালক-সাংবাদিক বীনা সরওয়ার, অভিনেতা মনোজ বাজপেয়ী প্রমুখ শিবকুমারের প্রয়াণে শোকবার্তা জানিয়েছেন নেটমাধ্যমে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement