সাত নারী হাতে তরবারি

চাইল্ড ট্র্যাফিকিং নিয়ে ছবি। যেখানে শ্রাবন্তী পুলিশ, স্বস্তিকা ভিলেন।স্বস্তিকা মুখোপাধ্যায় মনে প্রাণে চাইছেন শ্রাবন্তীকে হারাতে। আর শ্রাবন্তী ভাবছেন কেমন করে স্বস্তিকাকে মারবেন! টলিউডে এমন খুল্লামখুল্লা নায়িকার লড়াই আগে কখনও কেউ দেখেনি। কিন্তু এবার দেখবে। একরাশ নতুন ভাবনা নিয়ে প্রথম ছবির কাজে হাত দিচ্ছেন পরিচালক রাজর্ষি দে।

Advertisement

স্রবন্তী বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৭ ০০:৪১
Share:

শ্রাবন্তী, পায়েল, স্বস্তিকা ও শ্রীনন্দা।

স্বস্তিকা মুখোপাধ্যায় মনে প্রাণে চাইছেন শ্রাবন্তীকে হারাতে। আর শ্রাবন্তী ভাবছেন কেমন করে স্বস্তিকাকে মারবেন!

Advertisement

টলিউডে এমন খুল্লামখুল্লা নায়িকার লড়াই আগে কখনও কেউ দেখেনি। কিন্তু এবার দেখবে। একরাশ নতুন ভাবনা নিয়ে প্রথম ছবির কাজে হাত দিচ্ছেন পরিচালক রাজর্ষি দে।

ছবির নাম রেখেছেন ‘বীরপুরুষ’। কিন্তু একটা নয়, দুটো নয়, সাত-সাত জন নারী চরিত্র নিয়ে হিরোকেন্দ্রিক টলিউডে বীরঙ্গনাদের লড়াই লাগিয়ে দিচ্ছেন তিনি।

Advertisement

তাহলে কি আর একটা ‘রাজকাহিনী’?

‘‘একেবারেই না। বরং বুম্বাদা-জিৎ-দেবের জমানায় মেয়েদের নিয়ে কমার্শিয়াল ছবি করতে চাইছি আমি। আমার ছবিতে পুরুষ চরিত্রের কাস্টিংটাও অন্যরকম হয়েছে। মীর, অনির্বাণ ভট্টাচার্য, অরিজিৎ দত্ত…আমি কিন্তু শাশ্বত, কৌশিক সেন এই ধারায় চলিনি,’’ বলছেন রাজর্ষি।

পরিচালক রাজর্ষি

চাইল্ড ট্র্যাফিকিং নিয়ে এই ছবিতে শ্রাবন্তী একেবেরাই নতুন লুকে আসছেন। ‘‘এর আগে কোনও দিনই পুলিশের চরিত্রে আমাকে কেউ দেখেনি। ছবিতে অ্যাকশন করতে দেখা যাবে আমাকে। এখন থেকেই এক্সপার্টের কাছে ট্রেনিং নিচ্ছি,’’ উত্তেজিত শ্রাবন্তী। নায়িকাদের নিয়ে আলাদা করে ভাবনা-চিন্তা করে এমন একটা ছবির সঙ্গে কাজ করতে পেরে খুশি পায়েল সরকার। ‘‘বিষয় আর কাস্টিং ছবিকে অনেকটা এগিয়ে দিয়েছে,’’ বলছেন তিনি।

আসলে শুধু বিনোদন নয়। এ ছবি তুলে ধরছে সেক্স র‌্যাকেটিংয়ের মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা, মানালি আর সুদীপ্তাকে দেখা যাবে অ্যাকশন চরিত্রে। আছেন পল্লবী চট্টোপাধ্যায়।

এ যেন ‘মিসিং গার্লস’-এর ক্যাম্পেনকেই আরও বড় ক্ষেত্রে পৌঁছে দেওয়া!

অনেক নতুন কিছু ঘটছে এই ছবিতে। যেমন স্বস্তিকা এই প্রথম ভিলেনের চরিত্রে।

আরও পড়ুন: তারকাদের অন্দরমহল

‘‘অভিনয়ের জন্য খুব বড় স্পেস পাচ্ছি আমি। আমার প্রথম ডবল রোল। শ্রাবন্তীর সঙ্গে প্রথম কাজ। অনির্বাণ আর শ্রীনন্দাশঙ্করের সঙ্গেও কাজ করার জন্য মুখিয়ে আছি,’’ বলছেন স্বস্তিকা।

শুধু কাস্টিং নয় আশু-অভিষেকের সুরে গানের জায়গাটাও অন্যকরম করে ভেবেছেন রাজর্ষি। ‘‘অনুত্তমা বন্দ্যোপাধ্যায় ছবির জন্য দারুণ সব গান লিখেছেন,’’ যোগ করলেন তিনি।

ভিগনেশ ফিল্মস-এর ছবিটি নতুন এক মোড়কে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নর সামনে দাঁড় করাবে দর্শককে। যা কি না বলে, সত্যি কি এ দুর্ভাগা দেশে শুধু বীরের প্রয়োজন হয়?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন