—প্রতিনিধিত্বমূলক চিত্র।
ন্যাশনাল সিকিওরিটি গার্ড (এনএসজি) কমান্ডোকে গুলি করে খুন করার অভিযোগে আট জনকে দোষী সাব্যস্ত করে সাজা শোনাল আলিগড়ের নিম্ন আদালত। সাড়ে ১২ বছর আগে পরীক্ষায় টুকলি করতে বাধা দেওয়ায় ওই ‘ব্ল্যাক ক্যাট’ (এনএসজি বাহিনী ‘ব্ল্যাক ক্যাট’ নামেই পরিচিত) কমান্ডোকে প্রকাশ্যে গুলি করা হয়েছিল।
২০১৩ সালে মার্চ মাসে উত্তরপ্রদেশের মুনওয়ার গ্রামে তাজভির সিংহ নামে এক ‘ব্ল্যাক ক্যাট’ কমান্ডকে গুলি করে খুনের অভিযোগ উঠেছিল। সংবাদসংস্থা সূত্রে খবর, তাজভির মুনওয়ার গ্রামের বাসিন্দা হলেও ‘ব্ল্যাক ক্যাট’ কমান্ডো হিসাবে দিল্লিতে থাকতেন। ছুটিতে গ্রামে এসেছিলেন। সে সময় তাঁর শ্যালককে পরীক্ষা দিতে নিয়ে গিয়েছিলেন। অপেক্ষা করছিলেন পরীক্ষাকেন্দ্রের বাইরে। তখনই নজর পড়ে এক ব্যক্তি তাঁর পুত্রকে পরীক্ষায় টুকলি করতে সাহায্য করছেন। তাজভির তাঁকে সেই কাজে বাধা দিতে গেলে শুরু হয় বচসা। অশান্তির মাঝেই তাজভিরকে গুলি করে খুন করার অভিযোগ ওঠে।
এই ঘটনায় পুলিশ আট জনকে গ্রেফতার করে। বিচারপ্রক্রিয়া চলাকালীন সরকারি আইনজীবী আদালতে জানান, রামপ্রকাশ নামে এক গ্রামবাসী পরীক্ষাকেন্দ্রের বাইরে থেকে তাঁর পুত্রকে টুকলি দিয়ে সাহায্য করছিলেন। তখন তাজভির তাঁকে বাধা দেন। কথা কাটাকাটির মাঝেই রামপ্রসাদের পরিবারের লোকেরা জড়ো হন। প্রায় সকলের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল। বচসার মধ্যেই আচমকা আগ্নেয়াস্ত্র নিয়ে তাজভিরের উপর হামলা করেন তাঁরা। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাজভিরের।
আদালত আট অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে। অভিযুক্তদের মধ্যে সাত জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছে। অপর অভিযুক্তের দু’বছরের কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত।