Meghalaya Honeymoon Murder

মধুচন্দ্রিমায় হত্যা: রাজার সঙ্গে সুখের দাম্পত্য ছিল, ‘প্রেমিক’ তাঁর ভাইয়ের মতো! জামিনের আর্জি সেই সোনমের

গত মে মাসে মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে রাজা রঘুবংশীকে খুনের অভিযোগ ওঠে স্ত্রী সোনমের বিরুদ্ধে। অভিযোগ, প্রেমিকের সঙ্গে মিলে ভাড়াটে খুনিদের দিয়ে স্বামীকে খুন করিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ১৬:২৮
Share:

মধুচন্দ্রিমায় গিয়ে স্বামী রাজা রঘুবংশীকে খুনের অভিযোগে গ্রেফতার হন সোনম রঘুবংশী। —ফাইল চিত্র।

জামিনের আবেদন মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে স্বামী রাজা রঘুবংশীকে খুনে ধৃত সোনম রঘুবংশীর। যুবতীর দাবি, তিনি নির্দোষ। যে সমস্ত অভিযোগে তাঁকে অভিযুক্ত করা হচ্ছে, সেগুলো ভিত্তিহীন এবং রং চড়ানো। শুক্রবার এই মর্মে শিলং আদালতে জামিনের আর্জি জানিয়েছেন উত্তরপ্রদেশের ওই যুবতী। আদালত সূত্রে খবর, আগামী কয়েক দিনের মধ্যে জামিনের আবেদনের শুনানি হতে পারে।

Advertisement

জামিনের আর্জিতে সোনম দাবি করেছেন, রাজার সঙ্গে তাঁর দাম্পত্য সুখের ছিল। স্বামীর সঙ্গে কখনও কোনও অশান্তি হয়নি। পাশাপাশি, খুনের মামলায় ধৃত অপর অভিযুক্ত রাজ কুশওয়াহা তাঁর প্রেমিক নন বলেও হলফনামায় দাবি করেছেন তিনি। সোনম জানান, রাজ তাঁর ভাইয়ের মতো। তাঁদের ভাইবোনের মতো সম্পর্ক ছিল।

শুক্রবার শিলং আদালতে ওই জামিনের আবেদনপত্র জমা পড়ার পর রাজার ভাই বিপিন রঘুবংশীর মন্তব্য, ‘‘সমস্ত মিথ্যে কথা বলছে ওই মহিলা।’’ তাঁর অভিযোগ, দাদার হত্যাকাণ্ড থেকে বৌদিকে উদ্ধার করতে তাঁর বাপের বাড়ি লোকজন সমস্ত প্রকারের চেষ্টা চালাচ্ছেন। এমনকি, আইনি প্রক্রিয়া প্রভাবিত করার চেষ্টা করছেন তাঁরা।

Advertisement

রঘুবংশী হত্যাকাণ্ডে এ পর্যন্ত সোনম, রাজ, বিশাল, আকাশ এবং আনন্দ— এই পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে ৭৯০ পাতার চার্জশিট জমা দিয়েছে পুলিশ। আরও তিন অভিযুক্ত শিলম জেমস, লোকেন্দ্র তোমর এবং বলবীর আহিরওয়ারের বিরুদ্ধে চার্জশিট তৈরি করে জমা দেওয়ার প্রস্তুতি চলছে বলে মেঘালয় পুলিশ সূত্রে খবর। গত মে মাসে মধুচন্দ্রিমায় গিয়ে রাজাকে খুনের অভিযোগ ওঠে স্ত্রী সোনমের বিরুদ্ধে। অভিযোগ, প্রেমিকের সঙ্গে মিলে ভাড়াটে খুনিদের দিয়ে স্বামীকে খুন করিয়েছেন তিনি। দেহ খাদে ফেলে স্বামী নিরুদ্দেশ বলে নাটক সাজাতে চেয়েছিলেন। ইতিমধ্যে বিভিন্ন প্রত্যক্ষদর্শীর বয়ান নেওয়া হয়েছে। আদালতে অনেকে সাক্ষ্য দিয়েছেন। আগামী কয়েক দিনের মধ্যে সোনমের জামিন মামলার শুনানির সম্ভাবনা। রাজার পরিবারের আইনজীবীরা সোনমের জামিনের আর্জি খারিজের জন্য সওয়াল করবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement