Entertainment News

‘বাবা’র কীর্তি দেখলে চমকে যাবেন

গুরমিত রাম রহিম। আপাতত নামই যথেষ্ট। এক ডাকেই ‘রকস্টার বাবা’কে এখন সকলে চেনেন। তাঁর কীর্তিকলাপ সম্বন্ধেও ধারণা রয়েছে অনেকের। বাবার ফিল্মি কেরিয়ারও নেহাত খারাপ নয়। কিন্তু সে সব ছবিতে বাবা এমন কিছু কাণ্ড করেছেন, ঠান্ডা মাথায় ভাবলে বুঝবেন তা নেহাতই অসম্ভব। দেখে নিন বাবার তেমনই পাঁচ অদ্ভুত কীর্তি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৭ ০৩:০০
Share:

গুরমিত রাম রহিম। আপাতত নামই যথেষ্ট। এক ডাকেই ‘রকস্টার বাবা’কে এখন সকলে চেনেন। তাঁর কীর্তিকলাপ সম্বন্ধেও ধারণা রয়েছে অনেকের। বাবার ফিল্মি কেরিয়ারও নেহাত খারাপ নয়। কিন্তু সে সব ছবিতে বাবা এমন কিছু কাণ্ড করেছেন, ঠান্ডা মাথায় ভাবলে বুঝবেন তা নেহাতই অসম্ভব। দেখে নিন বাবার তেমনই পাঁচ অদ্ভুত কীর্তি।

Advertisement

আরও পড়ুন, কোয়েলের সঙ্গে চুটিয়ে প্রেম করলেন দেব

১) জমকালো স্টেজ। সামনে অগণিত দর্শক। থুড়ি, ভক্ত বলাই ভাল। স্টেজে দাঁড়িয়ে স্বয়ং বাবা গুরমিত রাম রহিম। তিনি ভগবানকে ডাকছেন। কিন্তু সাধু-সন্তদের মতো ঢোল বাজিয়ে সাধন-ভজন নয়। বরং ‘বাবা’র হাতে রয়েছে ইলেকট্রিক গিটার!

Advertisement

২) বাবা একাই হিরো। পরিচালনা, প্রযোজনা, অভিনয়— সবই একার হাতে সামলান। ফলে ভিলেনদের একাই সামলে নেবেন, এ তো স্বাভাবিক। কিন্তু তা করতে গিয়ে হাওয়ায় ভেসেও বেড়িয়েছেন ‘বাবা’! এ বোধহয় একমাত্র ‘বাবা’ই পারেন!

৩) হলফ করে বলা যায়, রাম রহিমের মতো অ্যাকশন সিকোয়েন্সের কাছে তাবড় তাবড় ফিল্ম মেকাররা হার মেনে যাবেন। বাইক নিয়ে শূন্যে চক্কর… বিশ্বাস না হলে নিজেই দেখে নিন।

আরও পড়ুন, জিসম থেকে জুলি টু, বলিউডের কয়েকটি ‘বোল্ড’ ছবি

৪) বাবার কীর্তি দেখুন! হাতির উপর হাওদায় বসে এক রাজা। বাবার হাতের এক থাবায় হাতির মাথা থেকে সরাসরি মাটিতে ল্যান্ড করলেন! ‘মেসেঞ্জার অব গড’-এর হাত বলে কথা! এ তো হবেই।

৫) রাম রহিমের ইংরেজি নিশ্চয়ই আপনি শুনেছেন। বাবার ‘নেভার এভার’ মনে আছে নিশ্চয়ই। কী বললেন? শোনেননি এখনও! বাবার বিচারে এ তো অপরাধ। এমন বলতে আছে!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement