Aishwarya Rai Bachchan

সলমন, বিবেক নন! ঐশ্বর্যার ছবি গোপনে নিজের কাছে রাখতেন অন্য এক নায়ক

শুধু অনুরাগী নয়। এক সহ-অভিনেতাও ঐশ্বর্যের সৌন্দর্যে মুগ্ধ ছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৫ ২০:১১
Share:

গোপনে কে ঐশ্বর্যার ছবি রাখতেন? ছবি: সংগৃহীত।

ঐশ্বর্যা রাই বচ্চনের সৌন্দর্যে কুপোকাত আবিশ্ব মানুষ। তবে শুধু অনুরাগী নয়, এক সহ-অভিনেতাও ঐশ্বর্যার সৌন্দর্যে মুগ্ধ ছিলেন।

Advertisement

অভিনেত্রীর ব্যক্তিগত জীবন বরাবরই খবরের শিরোনামে উঠে এসেছে। সঞ্জয় লীলা ভন্সালীর ‘হম দিল দে চুকে সনম’ ছবির সময় থেকে সলমন খানের সঙ্গে তাঁর প্রেম নিয়ে চর্চা হয়েছে বিস্তর। তবে শেষ পর্যন্ত সেই প্রেম টেকেনি। বিচ্ছেদের পরেও তাঁদের জুটি আলোচনায় উঠে এসেছে বার বার। সলমনের পরে বিবেক ওবেরয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ঐশ্বর্যা। সেই সম্পর্কেও দাঁড়ি পড়ে যায়। এর পরে ‘উমরাও জান’ ছবিতে অভিনয় করতে গিয়ে অভিষেক বচ্চনের সঙ্গে প্রেম শুরু তাঁর। সেই প্রেম পরিণতি পায় বিয়েতে। ২০০৭ সালে গাঁটছড়া বাঁধেন তাঁরা।

তবে সলমন, বিবেক বা অভিষেক নন। অন্য এক অভিনেতার স্বপনচারিণী ছিলেন ঐশ্বর্যা। সম্প্রতি সেই অভিনেতা নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন। এমনকি, গোপনে ঐশ্বর্যার ছবি নিজের আলমারিতে রাখতেন তিনি। সেই অভিনেতা হলেন জ়ায়েদ খান। তিনি নিজেই সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ঐশ্বর্যার রূপে তাঁর চোখ ধাঁধিয়ে গিয়েছিল।

Advertisement

জ়ায়েদ বলেছেন, “ঐশ্বর্যা বিশ্বসুন্দরী হওয়ার পর থেকেই আমি ওঁর ভক্ত। ওঁর ছবি আমার আলমারির লকারে রাখতাম। এর পরে ‘শব্দ’ ছবির চিত্রনাট্য শুনলাম এবং জানতে পারলাম, ঐশ্বর্যাও রয়েছেন এই ছবিতে। আমি তাই সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিলাম। ওঁর সঙ্গে কাজের অভিজ্ঞতাও দারুণ ছিল।” এক জন পেশাদার অভিনেত্রী হিসাবেও ঐশ্বর্যার প্রশংসা করেছেন তিনি। তাঁর মতে, সময়ানুবর্তিতা থেকে কাজ, সব দিক দিয়েই অভিনেত্রী একেবারে সঠিক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement