Entertainment News

‘ককপিট’-এ আড্ডায় দুই রুক্মিণী!

এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ‘ককপিট’-এর দুই রুক্মিণী। এক জনকে তো আপনারা চেনেন। তিনি রুক্মিণী মৈত্র। ‘চ্যাম্প’-এ দেবের প্রযোজনায় ডেবিউ করার পর ‘ককপিট’ তাঁর দ্বিতীয় ছবি। এ বারও তিনি দেবের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন। কিন্তু আর এক রুক্মিণী কে?

Advertisement

স্বরলিপি ভট্টাচার্য

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৭ ১৫:০৮
Share:

বিমানের মধ্যে কোয়েল ও রুক্মিণী। ছবি: অনির্বাণ সাহা।

আর দিন কয়েকের অপেক্ষা। পাড়ায় পাড়ায় প্যান্ডেল বাঁধা চলছে। কুমোরটুলিতে তুঙ্গে ব্যস্ততা। এ বার মা দুর্গা কীসে করে আসছেন? দোলায়, নৌকোয়, হস্তীতে, অশ্বে, ‘ককপিট’-এ... কী? অপশনের মধ্যে ‘ককপিট’ রয়েছে! ঠিকই পড়ছেন। ‘ককপিট’ রয়েছে সিনে পাড়ার দাবি মেনে। কারণ পুজোর ঠিক আগে মুক্তি পাচ্ছে কমলেশ্বর মুখোপাধ্যায়ের ছবি ‘ককপিট’। তারই মিউজিক লঞ্চ হল মধ্য গগনে! বিষয়টা ঠিক কী?

Advertisement

আরও পড়ুন, টলিউডে প্রথম, মাঝ আকাশে হল ককপিটের মিউজিক লঞ্চ

এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ‘ককপিট’-এর দুই রুক্মিণী। এক জনকে তো আপনারা চেনেন। তিনি রুক্মিণী মৈত্র। ‘চ্যাম্প’-এ দেবের প্রযোজনায় ডেবিউ করার পর ‘ককপিট’ তাঁর দ্বিতীয় ছবি। এ বারও তিনি দেবের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন। কিন্তু আর এক রুক্মিণী কে?

Advertisement

আরও পড়ুন, কলকাতার নতুন রসগোল্লা ‘রুক্মিণী’!

সেই রহস্যের সমাধান করলেন রুক্মিণী মৈত্র। আসলে এই ছবিতে রয়েছেন কোয়েল। তাঁর যে আসল নাম রুক্মিণী মল্লিক, এ বোধহয় অনেক দর্শকের অজানা। মাঝ আকাশে প্লেনের মধ্যে রয়েছেন দেব-সহ গোটা ‘ককপিট’ টিম। তার মধ্যেই ছবি নিয়ে আড্ডায় মাতলেন দুই রুক্মিণী।

ভিডিও: অনির্বাণ সাহা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement