Salman-Aishwarya

সলমনের আগে এক সুপারমডেলের সঙ্গে সম্পর্কে ছিলেন ঐশ্বর্যা? এত বছর পরে কোন সত্যি এল প্রকাশ্যে?

সলমন এবং ঐশ্বর্যার সম্পর্ক খুব কাছ থেকে দেখেছিলেন তিনি। এখন নায়কের সঙ্গে তেমন বন্ধুত্ব না থাকলেও এক সময়ে ভাইজানের সঙ্গে খুব ঘনিষ্ঠতা ছিল পরিচালক শৈলেন্দ্রের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ২১:৪৮
Share:

সলমনের সঙ্গে সম্পর্কের আগে কার সঙ্গে সম্পর্কে ছিলেন ঐশ্বর্যা? ছবি: সংগৃহীত।

সলমন খান এবং ঐশ্বর্যা রাই বচ্চনের সম্পর্ক নিয়ে এখনও দর্শকমনে কৌতূহলের শেষ নেই। দু’জনেই এখন নিজেদের জীবনে অনেকটা এগিয়ে গিয়েছেন। কিন্তু এখনও তাঁদের নিয়ে আলোচনা তুঙ্গে। সম্প্রতি, এক আলোচনায় উঠে এল ঐশ্বর্যার পুরনো সম্পর্কের নানা কাহিনি। প্রযোজক-পরিচালক শৈলেন্দ্র সিংহ ভাগ করে নিলেন এমনই এক ঘটনা।

Advertisement

সলমন এবং ঐশ্বর্যার সম্পর্ক খুব কাছ থেকে দেখেছিলেন তিনি। এখন নায়কের সঙ্গে তেমন বন্ধুত্ব না থাকলেও এক সময়ে ভাইজানের সঙ্গে খুব ঘনিষ্ঠতা ছিল তাঁর। সেই সম্পর্ক না থাকলেও স্মৃতিগুলো মাঝে মাঝেই ভিড় করে আসে। পরিচালক বলেন, “সলমন-ঐশ্বর্যার সম্পর্ক ছিল হিংস্র প্রেমের কাহিনি। তখন নায়িকা থাকতেন সচিন তেন্ডুলকরের আবাসনেই। মাঝেই সলমন যাতায়াত করতেন। অনেকেই সেই কাহিনি জানেন। আমি যদিও ঐশ্বর্যাকে চিনতাম ওর আগের সম্পর্ক থেকে। যদিও কোনও দিন আমাদের বন্ধুত্ব হয়নি।”

ইন্ডাস্ট্রিতে ঐশ্বর্যার প্রেমের কাহিনি নিয়েও আলোচনা করেন পরিচালক। তিনি জানান, ইন্ডাস্ট্রিতে খুব বেশি সম্পর্কে জড়িয়েছিলেন নায়িকা, তা নয়। বরং নিজের ব্যক্তিগত জীবনকে সবকিছুর আড়ালেই রাখতে চাইতেন অভিনেত্রী। পরিচালক বলেন, “সলমনের আগে ঐশ্বর্যা সম্ভবত সুপারমডেল রাজীব মুলচন্দানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। কিন্তু সেই সম্পর্ক নিয়ে যে খুব আলোচনা হয়েছিল, তা নয়।” তার পরে সলমনের সঙ্গেও বন্ধুত্ববিচ্ছেদ হয় পরিচালক শৈলেন্দ্রের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement