‘ত্রিনয়ন’-এ এই লুকে দেখা যাবে সঞ্জিতাকে।
হুগলির গ্রাম দেশমুখায় জন্ম। বেলুড় কলেজের ইংলিশ অনার্স, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্নাতোকোত্তরের প্রাক্তনী সঞ্জিতা গত ছ’সাত বছর ধরে পেশাদারি অভিনয়ের সঙ্গে যুক্ত। আগামী ৪ অগস্ট জ্ঞানমঞ্চে তাঁর একক অভিনয়ের সাক্ষী থাকবেন দর্শক। সৌজন্যে ‘ত্রিনয়ন’।
কলেজ জীবন থেকে অভিনয় শুরু করেন সঞ্জিতা। দাদার হাতে শুরু নাটকের শিক্ষা। ‘রঙ্গকর্মী’, ‘একটি দল’-এ কাজ করেছেন। ‘নান্দীপট’-এর ‘মনসামঙ্গল’, ‘আরশি’, গৌতম হালদারের সঙ্গে ‘পড়শি বসত করে’ তাঁর উল্লেখযোগ্য কাজ। শুভাশিস মুখোপাধ্যায়ের সঙ্গে আসন্ন ‘কীরিটির নোটবুক’ নামের একটি নাটকেও দেখা যাবে তাঁকে।
‘ত্রিনয়ন’-এর বিষয় ভাবনা সঞ্জিতার। নাট্যরূপ দিয়েছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়। সঞ্জিতার কথায়, ‘‘আমি মূলত স্ট্রিট প্লে করি। ‘ত্রিনয়ন’-এর বিষয় নারী নির্যাতনে। গত ছ’বছর এই বিষয়টা নিয়েই কাজ করছি। আমি বিশ্বাস করি টানা ১৫ বছর একটা বিষয় নিয়ে না ভাবলে তার গোড়ায় পৌঁছনো যায় না। সেখান থেকেই সামগ্রিক ভাবনা ‘ত্রিনয়ন’।’’ সন্দীপ সুমন ভট্টাচার্যের সাজানো মঞ্চে, অভিজিত্ আচার্যের মিউজিকে, বাবলু সরকারের আলোয়, মানসী, তোর্সার কস্টিউমে সেজে ‘সবার পথ’ দলের এক অন্যরকম প্রযোজনা উপহার দেবেন বলেই দাবি করলেন সঞ্জিতা।