নাগা-শোভিতার কোলে নতুন সদস্য আসছে? ছবি: সংগৃহীত।
নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার কোলে আসতে চলেছে প্রথম সন্তান! সম্প্রতি এমন খবর ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। জানুয়ারি মাসে অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন অভিনেতা নাগা চৈতন্য। বিয়ের পাঁচ মাসের মাথায় সুখবর তাঁদের সংসারে? খবর ছড়িয়ে পড়তেই চর্চা শুরু হয় নাগা ও শোভিতাকে নিয়ে। কিন্তু সত্যি কি এই খবর? প্রকাশ করলেন নাগা ও শোভিতার এক পারিবারিক সূত্র।
দর্শকের একাংশের দাবি, ইদানীং বেশির ভাগ সময়েই ঢিলেঢালা পোশাক পরছেন শোভিতা। তাই দেখে অনেকেই ধরে নিয়েছেন, এই বুঝি সুখবর শোনাতে চলেছেন নায়িকা। সম্প্রতি ‘ওয়ার্ল্ড অডিয়ো ভিস্যুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট’-এ উপস্থিত হয়েছিলেন যুগলে। সেই ছবি প্রকাশ্যে আসার পর আলোচনা আরও বাড়ে। যদিও এই নিয়ে নাগা ও শোভিতা এখনও মুখে কুলুপ এঁটে রেখেছেন। কিন্তু দম্পতির এক পারিবারিক সূত্র বিষয়টিকে গুজব বলে দাবি করেছেন।
সেই সূত্রের স্পষ্ট বক্তব্য, শোভিতা মোটেই অন্তঃসত্ত্বা নন। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, “শোভিতা ঢিলেঢালা পোশাক পরেছিলেন ঠিকই। কিন্তু মাতৃত্বকালীন পোশাক পরেননি। সত্যিই অবাক হয়ে যাই, পোশাকের জন্য নতুন গল্প তৈরি হয়ে যায়।”
উল্লেখ্য, নাগা ও শোভিতার ব্যক্তিগত জীবন বার বার শিরোনামে উঠে এসেছে। সামান্থা রুথ প্রভুর সঙ্গে দীর্ঘ দিন প্রেমের পরে বিয়ে করেছিলেন নাগা। কিন্তু সেই সম্পর্কে থাকাকালীনই নাকি নাগার জীবনে আসেন শোভিতা। অবশেষে ২০২১ সালে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন নাগা ও সামান্থা। ২০২৪ সালে শোভিতার সঙ্গে বাগ্দান সারেন নাগা। ২০২৫-এ বিয়ে করেন তাঁরা।