মৃত্যুর আগে সঞ্জয়ের নামে সমস্ত সম্পত্তি উৎসর্গ ভক্তের

গত মাসে পুলিশের কাছ থেকে একটি ফোন পেয়ে বেশ চমকে গিয়েছিলেন সঞ্জয় দত্ত। তাঁকে জানানো হয়, ৬২ বছর বয়সি এক মহিলা মৃত্যুর আগে তাঁর সম্পত্তি, ব্যাঙ্কের লকারের ‘নমিনি’ করে গিয়েছেন সঞ্জয়কে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৮ ০৭:০০
Share:

সঞ্জয় দত্ত।

ফ্যান অনেক ধরনের হয়। পছন্দের তারকাকে স্টক করা ফ্যান, প্রেমে পাগল হয়ে নিজের রক্ত দিয়ে নাম লেখা ফ্যান... তবে মৃত্যুর আগে যাবতীয় সম্পত্তি তারকার নামে লিখে দিয়ে যাওয়ার ঘটনা বিরল।

Advertisement

গত মাসে পুলিশের কাছ থেকে একটি ফোন পেয়ে বেশ চমকে গিয়েছিলেন সঞ্জয় দত্ত। তাঁকে জানানো হয়, ৬২ বছর বয়সি এক মহিলা মৃত্যুর আগে তাঁর সম্পত্তি, ব্যাঙ্কের লকারের ‘নমিনি’ করে গিয়েছেন সঞ্জয়কে। তাঁর মতোই পুরো ঘটনাটি চমকে দিয়েছিল মৃতার পরিবারকেও। কারণ মৃত্যুর পরেই তাঁরা এই ঘটনার কথা জানতে পারেন। আশি বছরের বৃদ্ধা মা ও ভাই-বোনের সঙ্গে থাকতেন ওই মহিলা। সম্পত্তির হস্তান্তর নিয়ে কিছু চিঠিপত্র ব্যাঙ্কে পাঠিয়েছিলেন তিনি।

তবে স়ঞ্জয় কোনও সম্পত্তি নিচ্ছেন না। মৃতার পরিবারের হাতে সম্পত্তি তুলে দেওয়ার জন্য সব রকম আইনি সাহায্য করতে রাজি তিনি। তাঁর আইনজীবী সুভাষ যাদব বিষয়টির তদারকি করছেন। পুরো ঘটনায় স্তম্ভিত সঞ্জয় দত্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement