Pregnancy after 40

বিয়ে করেননি, ৪০ পার করে অন্তঃসত্ত্বা! স্ফীতোদরের ছবি প্রকাশ করে কী জানালেন অভিনেত্রী?

৪০ পেরিয়েছেন বেশ কিছু দিন আগেই। আইভিএফ পদ্ধতির মাধ্যমে মা হচ্ছেন সেই অভিনেত্রী। বিয়ে করেননি। তাই একাকী মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইতিমধ্যেই তিনি ছ’মাসের অন্তঃসত্ত্বা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৫ ১৯:৫২
Share:

৪০-এর পরে অন্তঃসত্ত্বা একাকী অভিনেত্রী। প্রতীকী ছবি।

মহিলাদের জন্য সন্তানধারণের সঠিক বয়স কোনটা? এই নিয়ে আলোচনা বিস্তর। তবে প্রযুক্তি ও বিজ্ঞানের জন্য মা হওয়ার জন্য বয়স আর কোনও বাধা নয়। ৩৮ বছরে মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। ৪০ পেরিয়ে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন করিনা কপূর খান। এ বার আরও এক অভিনেত্রী ৪০ পেরিয়ে যাওয়ার পরে মা হতে চলেছেন।

Advertisement

৪০ পেরিয়েছেন বেশ কিছু দিন আগেই। আইভিএফ পদ্ধতির মাধ্যমে মা হচ্ছেন সেই অভিনেত্রী। বিয়ে করেননি অভিনেত্রী। তাই একাকী মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইতিমধ্যেই তিনি ছ’মাসের অন্তঃসত্ত্বা। পরীক্ষানিরীক্ষার মাধ্যমে তিনি জানতে পেরেছেন, যমজ সম্তানের মা হতে চলেছেন অভিনেত্রী। সমাজমাধ্যমে নিজের স্ফীতোদরের ছবিও তুলে ধরেছেন তিনি। শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

দক্ষিণী অভিনেত্রী তথা নৃত্যশিল্পী ভাবনা রামান্না ৪০ পেরিয়েছেন বেশ কিছু দিন আগেই। এই বয়সে মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে বেছে নিয়েছেন আইভিএফ (ইন-ভিট্রো ফার্টিলাইজ়েশন) পদ্ধতি। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, যমজ সন্তানের আশা করছেন। তিনি বলেন, “বিয়ের কথা আমি কখনও ভেবেই উঠেতে পারিনি। তাই মা হওয়ার ক্ষেত্রেও আমাকে অন্য পথের কথা ভাবতে হয়েছে। দীর্ঘ দিন ধরে একাকী মহিলাদের মাতৃত্বের স্বাদ নিতে বাধা দিয়েছে আইন। কিন্তু সেই আইনে বদল আসার পরেই আমি সিদ্ধান্ত নিই— আমার মা হওয়ার সময় এটাই। সঙ্গে সঙ্গে আইভিএফ ক্লিনিকে যাওয়া শুরু করি। আমি অবিবাহিত একাকী মহিলা জানতে পেরে বহু চিকিৎসক আমাকে ফিরিয়ে দিয়েছিলেন।”

Advertisement

অবশেষে এক জন চিকিৎসককে খুঁজে পান ভাবনা। সেই চিকিৎসকই তাঁর মা হওয়ার সফর বাস্তবায়িত করছেন। তাঁর কথায়, “আমি বিপ্লব করার জন্য এই রাস্তা নির্বাচন করিনি। আমি নিজের সত্তাকে সম্মান জানাতে এই সিদ্ধান্ত নিয়েছি। আমার এই সফর কয়েকজন মহিলাকে অনুপ্রাণিত করলে, সেটাই যথেষ্ট।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement