জাভেদ ও আমিরকে কটাক্ষ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
জাভেদ আখতার ও আমির খান কেন মরাঠি ভাষায় কথা বলেন না? দুই তারকাকে নিয়ে নতুন বিতর্ক। মহারাষ্ট্রের মন্ত্রী নীতেশ রানে খোঁচা দিয়েছেন দুই তারকাকে। ঘটনার সূত্রপাত ঠাণের একটি ঘটনাকে কেন্দ্র করে।
মহারাষ্ট্রের ঠাণের এক দোকানদার মরাঠি ভাষায় কথা বলতে রাজি হননি। বদলে অনবরত হিন্দিতে কথা বলেছেন তিনি। এর পরে দোকানের সেই বিক্রেতাকে পর পর চড় মারা হয়। এই ঘটনার পরে মন্ত্রী নীতেশ রানের দাবি, মহারাষ্ট্রে শুধু হিন্দুদের উপর ভাষা নিয়ে এমন আগ্রাসন চলছে। এর পরে দুই শিল্পী জাভেদ আখতার ও আমির খানকে নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
মন্ত্রীর প্রশ্ন, “জাভেদ আখতার ও আমির খান মরাঠি ভাষায় কথা বলেন? কেন এক দরিদ্র হিন্দুকে মারধর করা হচ্ছে?”
দিনকয়েক আগে একটি ভিডিয়ো ভাইরাল হয় (ওই ভিডিয়োর সত্যতা আনন্দবাজার ডট কম যাচাই করেনি)। সেখানে দেখা যায়, এক দল লোক এক দোকানিকে মরাঠিতে কথা বলার জন্য জোর দিচ্ছেন। তাঁরা সেই ব্যক্তিকে প্রশ্ন করেন, “এই রাজ্যে কোন ভাষায় কথা বলা হয়?” উত্তরে হিন্দিতে সেই বিক্রেতা বলেন, “সব ভাষাতেই কথা বলা হয়।” তার পরেই তাঁকে পর পর চড় মারা হয়। ভিডিয়োয় দেখা যায়, রাজ ঠাকরের দল অর্থাৎ মহারাষ্ট্র নবনির্মাণ সেনার ওড়না জড়িয়েছিলেন সেই ব্যক্তিরা। এই ঘটনা নিয়ে উত্তপ্ত হয় মহারাষ্ট্রের পরিস্থিতি। নীতেশ রানে এই দাবিও করেন, শুধু হিন্দুদেরই মরাঠি বলার জন্য হেনস্থা করা হচ্ছে। তিনি বলেন, “নাল বাজার বা মহম্মদ আলি রোডে গিয়ে বলুন মরাঠি ভাষায় কথা বলতে।” মুসলিম সম্প্রদায়ের মানুষ মরাঠি ভাষায় স্বচ্ছন্দে কথা বলতে পারেন কি না,সেই প্রশ্নও তুলেছেন তিনি।