Entertainment News

একটি মেয়ের জন্য কেঁদে ফেলেছিলেন কর্ণ!

বাবা হওয়ার পর কর্ণের কাছে নাকি এ-ও জানতে চাওয়া হয়েছিল, কোনও মহিলার সঙ্গে ভালবাসার সম্পর্কে জড়াতে চান না বলেই কি তিনি সরোগেসির মাধ্যমে বাবা হলেন?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ জুন ২০১৭ ১৭:১১
Share:

কর্ণ জোহর।— ফাইল চিত্র।

পরিচালনা হোক বা টক শো-এর হোস্ট— দুই ভূমিকাতেই জনপ্রিয় কর্ণ জোহর। বক্স অফিসে হিট ছবি যেমন উপহার দেন, তেমনই মাঝেমধ্যে বিতর্কিত মন্তব্যও করে বসেন। তবে কর্ণের ‘লভ লাইফ’ নিয়েও কৌতূহল চালু রয়েছে বিভিন্ন মহলে। তিনি কি সমকামী? এই প্রশ্ম একাধিক বার উঠেছে ইন্ডাস্ট্রিতে। কিন্তু, একটি মেয়ের জন্য নাকি কেঁদে ফেলেছিলেন তিনি! এ বার সে কথা স্বীকার করলেন নিজেই।

Advertisement

আরও পড়ুন, ‘আমি আনলাকি যে দেবের সঙ্গে ডেবিউ ছবিতে কাজ করেছি’

সম্প্রতি সরোগেসির মাধ্যমে যমজ সন্তান যশ ও রুহির বাবা হয়েছেন কর্ণ। একটি টেলিভিশন শো-এ তিনি বলেন, ‘‘আমি প্রথম কোলে নিয়েছিলাম আমার মেয়ে রুহিকে। সে যে কী অনুভূতি তা ভাষায় প্রকাশ করতে পারব না। কখন যে কেঁদে ফেলেছিলাম আমি নিজেও জানি না। পরে যশকে কোলে নিয়েছিলাম। এ সব অনুভূতি বলে বোঝানো যায় না।’’

Advertisement

বাবা হওয়ার পর কর্ণের কাছে নাকি এ-ও জানতে চাওয়া হয়েছিল, কোনও মহিলার সঙ্গে ভালবাসার সম্পর্কে জড়াতে চান না বলেই কি তিনি সরোগেসির মাধ্যমে বাবা হলেন? এ প্রশ্নের উত্তর যে নেগেটিভ তাও ওই শো-এ পরিষ্কার করে দিয়েছেন পরিচালক। অর্থাত্ কোনও মহিলার সঙ্গে ভবিষ্যতে কর্ণ সম্পর্কে জড়ালে অবাক হওয়ার কিছু নেই!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement