ছবি: সংগৃহীত।
ঘুরতে ঘুরতে অ্যাপার্টমেন্টের খোলা লিফ্টের দিকে এগিয়ে যাচ্ছিল শিশু। এক কয়েক পা এগোলেই খোলা লিফ্টের গর্তে পড়ত একরত্তি। ছোট্ট শিশুটি ধীরে ধীরে লবি পেরিয়ে সামনের লিফ্টের খোলা দরজা দিকে এগিয়ে যায়। সেই পরিস্থিতিতে দেবদূতের মতো হাজির হন নিরাপত্তারক্ষী। শিউরে ওঠা সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সমাজমাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি অ্যাপার্টমেন্টের ভিতরে খোলা লিফ্টের ফাঁকের কাছে বিপজ্জনক ভাবে ঘুরে বেড়াচ্ছে একটি শিশু। সামনের লিফ্টের দরজা ছিল খোলা। কোনও কেবিন ছিল না সেখানে। আর মাত্র কয়েক ধাপ এগোলেই গর্তে পড়ে মারাত্মক ঘটনা ঘটতে পারত। লবিতে বসে থাকা এক নিরাপত্তারক্ষী শিশুটির নড়াচড়া লক্ষ করেন। প্রথমে তিনি পরিস্থিতি বুঝতে পারেননি। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি বুঝতে পারেন যে শিশুটি সরাসরি খোলা লিফ্টের দিকে এগিয়ে যাচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যে তিনি যা করলেন তাতে প্রাণ বাঁচল খুদের। নিরাপত্তারক্ষী তাঁর আসন থেকে লাফিয়ে উঠে দৌড়ে আসেন। ঠিক সময়ে শিশুটির কাছে পৌঁছে কোলে তুলে নেন। খোলা লিফ্টের ফাঁক থেকে শিশুটিকে টেনে নিয়ে আসতে পারেন। প্রাণরক্ষা হয় শিশুর। ভিডিয়োটি এখানেই শেষ হয়ে যায়।
ভিডিয়োটি এক্স ও ইনস্টাগ্রামের একাধিক অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর বিতর্ক তৈরি হয়। নেটমাধ্যম ব্যবহারকারীদের একাংশের দাবি, এটি কৃত্রিম মেধা দিয়ে তৈরি। গ্রকের ফ্যাক্ট চেক জানিয়েছে, ঘটনাটি দিল্লির একটি আবাসনের। ২১ ডিসেম্বরের ঘটনা। নিরাপত্তারক্ষীর তৎপরতা সমাজমাধ্যমের একাংশের প্রশংসা কুড়িয়েছে। অন্য দিকে শিশুটিকে এই ভাবে একা ছেড়ে দেওয়ার জন্য তার অভিভাবকদের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন নেটাগরিকেরা।