Entertainment News

একটা ছোট্ট পিগিব্যাঙ্ক বদলে দিল সুজিতের দিন!

একটা পিগিব্যাঙ্ক আজ সকাল থেকে বদলে দিয়েছে পরিচালক তথা প্রযোজক সুজিত সরকারের আজকের দিনটা। সৌজন্যে তাঁর মেয়ে। কী ভাবে জানেন?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৬ ১৩:২৬
Share:

একটা পিগিব্যাঙ্ক আজ সকাল থেকে বদলে দিয়েছে পরিচালক তথা প্রযোজক সুজিত সরকারের আজকের দিনটা। সৌজন্যে তাঁর মেয়ে। কী ভাবে জানেন?

Advertisement

ছোটবেলার অভ্যেসে পিগি ব্যাঙ্কে ১০, ২০, ৫০ বা ১০০ টাকার মতো ছোট নোট জমায় সুজিতের মেয়ে। সেই পিগি ব্যাঙ্কই গতকাল রাত থেকে মহার্ঘ হয়ে উঠেছে। সৌজন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয়া ঘোষণা। মঙ্গলবার মধ্য রাত থেকে বাজারে অচল হয়ে গিয়েছে ৫০০ এবং ১০০০ টাকার নোট। আজ, বুধবার ব্যাঙ্ক ও এটিএম বন্ধ। আগামিকালও বন্ধ থাকবে এটিএম। এখন তাই ছোট নোটই সকলের প্রয়োজন।

সুজিত টুইট করেছেন, ‘‘সকাল থেকে গোটা বাড়িতে দৌড়ে বেড়াচ্ছে আমার মেয়ে। ওর পিগি ব্যাঙ্কের ছোট নোট গুলোর জন্য আজ ও জিতে গিয়েছে। একটা ছোট্ট পিগি ব্যাঙ্ক আমাদের সকলকে অপ্রয়োজনীয় করে দিল।’’

Advertisement

আরও দেখুন, নোট সিদ্ধান্ত কী মোদীর মাস্টারস্ট্রোক? কী বলছে বলিউড?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement