Entertainment News

মহালয়ার লাইভ অনুষ্ঠান দেখুন, ‘রাত পোহালো শারদপ্রাতে’

‘রাত পোহালো শারদপ্রাতে’ শীর্ষক অনুষ্ঠানে লাইভ পারফর্ম করবেন ২৪জন শিল্পী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৮ ১৩:২৯
Share:

শেষ মুহূর্তের প্রস্তুতি। ছবি: পিটিআই।

রাত পোহালেই মহালয়া। পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা। দুর্গা আসছেন মর্তে।

Advertisement

রেডিওতে মহিষাসুরমর্দিনী দিয়ে ঘুম ভাঙবে বাঙালির। তার পরই বিভিন্ন চ্যানেলে দেখা যাবে মহালয়া। কোন চ্যানেলে কোন নায়িকা দুর্গা হচ্ছেন, তা নিয়ে দর্শকের কৌতূহল তুঙ্গে থাকে। কিন্তু যদি মহালয়ার অনুষ্ঠান হয় রাতভোর?

ঠিক এমন আয়োজন করেছে একটি বেসরকারি চ্যানেল। ‘রাত পোহালো শারদপ্রাতে’ শীর্ষক অনুষ্ঠানে লাইভ পারফর্ম করবেন ২৪জন শিল্পী। রবিবার রাত সাড়ে ন’টা থেকে টিভির পর্দায় দর্শক দেখতে পাবেন এই অনুষ্ঠান।

Advertisement

আরও পড়ুন, এক ভিডিয়োতে মিমি-শুভশ্রী, কিন্তু একসঙ্গে নাচলেন না!

গত চার বছর ধরে ওই নির্দিষ্ট চ্যানেলে এই ধরনের অনুষ্ঠান হচ্ছে। এ বার রূপঙ্কর, ইমন চক্রবর্তী, শ্রাবণী সেন, মনোময় ভট্টাচার্য, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, হৈমন্তী শুক্লা, দুর্নিবার সাহা, উজ্জ্বয়িনী মুখোপাধ্যায়, জোজো, সিধু, জয়তী চক্রবর্তীর মতো শিল্পীরা অংশ নেবেন এই অনুষ্ঠানে।

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন