new Bengali film

গুহার অন্দরে প্রিয়াঙ্কার মুখে শোনা যাবে ‘চিচিং ফাঁক’? আর কোন চমক থাকছে নতুন ছবিতে?

প্রিয়াঙ্কা সরকার অভিনীত নতুন বাংলা ছবির শুটিং শেষ হয়েছে। ‘চিচিং ফাঁক’ নামের ছবিতে আর কী কী চমক থাকছে?

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ০১:২৯
Share:

অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। ছবি: সংগৃহীত।

পাশ্চাত্যে ‘সারভাইভাল থ্রিলার’ ঘরানার ছবির আলাদা দর্শকবৃত্ত রয়েছে। কোনও বিপদের মাঝে ছবির চরিত্রদের টিকে থাকার লড়াই এই ধরনের ছবির প্রেক্ষাপট। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রদের সফর। তুলনায় বাংলা ছবিতে এই ঘরানা অপেক্ষাকৃত নবীন। তবে চ্যালেঞ্জ নিয়েছেন পরিচালক অরিজিৎ সরকার। ছবির নাম ‘চিচিং ফাঁক’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার।

Advertisement

ছবির গল্পের সূত্রটি ধরিয়ে দিলেন পরিচালক। একটি ছেলে এবং একটি মেয়ে সংসারের বেড়াজাল পেরিয়ে নিজেদের মতো করে বাঁচার জন্য একটি অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ে। তার পর অজানা বিপদের হাতছানি এবং শুরু হয় এক অদ্ভুত জাদুসফর। কিন্তু সেখানে ‘আরব্য রজনী’র সঙ্গে যোগসূত্র কোথায়? এখনই চমক ভাঙতে নারাজ পরিচালক বললেন, ‘‘আলিবাবার গল্পে কাশেম গুহায় প্রবেশ করে দরজা খোলার জন্য চিচিং ফাঁক মন্ত্র ভুলে যায় আর গুহার মধ্যে বন্দি হয়ে পড়ে। সেই কাহিনির নিরিখে এই ছবিটিও দু’জন ছেলেমেয়ের বন্দিজীবনের গল্প বলবে।’’

প্রিয়াঙ্কা শক্তিশালী অভিনেত্রী। অতীতে অভিনয় গুণে জয় করেছেন দর্শকের মন। কিন্তু এই ধরনের ছবি বেছে নিলেন কেন? অভিনেত্রীর কথায়, ‘‘সারভাইভাল থ্রিলারে আমার অভিনয় এই প্রথম। এই ঘরানার ছবি দেখতে আমি খুব পছন্দ করি। তা ছাড়া এমন কাজ সচরাচর খুব একটা হয় না। তাই সুযোগ হারাতে চাইনি।’’

Advertisement

প্রিয়াঙ্কা ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দীপক দাস, অমিত সাহা, নিমাই বসু প্রমুখ। ছবিটির শুটিং শেষ হয়েছে। ‘কনফিউজ়ড পিকচার্স’ প্রযোজিত ছবিটি আপাতত বিভিন্ন চলচ্চিত্র উৎসবে উড়ানের জন্য প্রস্তুত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement