সঞ্জয়ের নামে নতুন ডিশে ৫০ শতাংশ ছাড়!

৪২ মাস পর পুণের ইয়েরওয়াড়া জেল থেকে ছাড়া পেলেন সঞ্জয় দত্ত। সেই আনন্দে সেলিব্রেশন হবে না তাও আবার হয় নাকি? শুভেচ্ছাবার্তা, পার্টি তো আছেই এ বার মেনুতেও চলে এলেন সঞ্জু বাবা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:১৪
Share:

৪২ মাস পর পুণের ইয়েরওয়াড়া জেল থেকে ছাড়া পেলেন সঞ্জয় দত্ত। সেই আনন্দে সেলিব্রেশন হবে না তাও আবার হয় নাকি? শুভেচ্ছাবার্তা, পার্টি তো আছেই এ বার মেনুতেও চলে এলেন সঞ্জু বাবা।

Advertisement

কিন্তু কী ভাবে?

সঞ্জয়ের ছাড়া পাওয়ার খুশিতে মুম্বইতে সলমন খানের থিম রেস্তোরাঁয় এক নতুন পদ তৈরি করলেন কর্তৃপক্ষ। নাম দিলেন ‘ভাইবাবা-চল মেরে ভাই।’ কম্বিনেশন এই ডিশে মটন কিমার সঙ্গে থাকবে চিকেনও। সলমন খানের পছন্দের কথা ভেবে মটন এবং সঞ্জয়ের পছন্দের কথা মাথায় রেখে চিকেন রাখা হয়েছে। ওই রেস্তোরাঁয় লাঞ্চ বা ডিনারে অন্য পদের সঙ্গে এই পদটি নিলে ৫০ শতাংশ ছাড়েরও সুবিধে পাওয়া যাবে। স্বাভাবিক ভাবেই মুম্বইবাসীর কাছে এ এক লোভনীয় অফার।

Advertisement

কী ভাবছেন? ‘ভাইবাবা’ ডিশ এক বার চেখে দেখবেন নাকি?

আরও পড়ুন

• স্বাদে ভাল, রান্নাতেও সহজ মাশরুম ৬৫

• গুজরাতি খিচুড়ি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement