Entertainment News

‘বেলাশুরু’..., আসছে শিবপ্রসাদ-নন্দিতার নতুন ছবি

১মে, ২০১৫। মুক্তি পেয়েছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত ‘বেলাশেষে’। সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্তের বড়পর্দার সম্পর্ক, সংসার, প্রেম, বন্ধুতা, ভাঙন— ভালবেসেছিলেন দর্শক। তার প্রমাণ দিয়েছিল বক্স অফিস। এ বার ‘বেলাশুরু’র গল্প।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৮ ১৫:২৩
Share:

নতুন ছবির ফার্স্ট লুক।

‘বেলাশেষ’-এ পর এ বার ‘বেলাশুরু’। প্রেমের ‘বেলাশুরু’। শিবপ্রসাদ-নন্দিতার ‘বেলাশুরু’।

Advertisement

১মে, ২০১৫। মুক্তি পেয়েছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত ‘বেলাশেষে’। সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্তের বড়পর্দার সম্পর্ক, সংসার, প্রেম, বন্ধুতা, ভাঙন— ভালবেসেছিলেন দর্শক। তার প্রমাণ দিয়েছিল বক্স অফিস। এ বার ‘বেলাশুরু’র গল্প।

এই পরিচালক জুটির নতুন ছবি ‘বেলাশুরু’। বুধবার এক সাংবাদিক বৈঠকে এ ঘোষণা করলেন তাঁরা। শিবপ্রসাদ বললেন, ‘‘আগামী ৩০ নভেম্বর থেকে শুটিং শুরু করব আমরা। কলকাতা, শান্তিনিকেতন এবং বাংলাদেশে শুটিং হবে। নিখাদ প্রেমের গল্প নিয়ে এই সিনেমা।’’

Advertisement

আরও পড়ুন, কৌশানীর আগে বনির কত জন গার্লফ্রেন্ড ছিলেন?

এ দিন ছবির ফার্স্ট লুকও প্রকাশ করা হয়। পরম ভরসার দুটি হাত পরস্পরকে আঁকড়ে রয়েছে। সৌমিত্র, স্বাতীলেখা ছাড়াও ঋতুপর্ণা সেনগুপ্ত, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, মনামী ঘোষ, শঙ্কর চক্রবর্তী, ইন্দ্রাণী দত্ত, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়ের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ হতে চলেছে এই ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement