‘রানুর প্রথম ভাগ’-এর একটি দৃশ্য।
বয়স মাত্র আট। কিন্তু এর মধ্যেই গিন্নিপনার জন্য শিশুসুলভ সারল্যই যেন হারিয়ে গিয়েছে তার। সে অর্থাত্ রানু। বিভূতিভূষণ মুখোপাধ্যায় এই ছোট্ট মেয়েটিকে নিয়েই লিখেছিলেন ‘রানুর প্রথম ভাগ’। সেই গল্প নিয়েই এ বার টেলিভিশনে শুরু হতে চলেছে নতুন এক মাসের সাহিত্য।
প্রথম ভাগ পাঠে বড় অনীহা রানু। বরং দ্বিতীয় ভাগ থেকে শুরু করে তার মেজকাকার মস্ত আইনের বই পড়তেও ভয় পায় না সে। এই রানুর বিয়ে ঠিক হয়। বিয়ের পর শ্বশুরবাড়িতে যাওয়ার আগে মেজকাকাকে কী দিয়ে গেল রানু? জানতে হলে দেখুন এক মাসের সাহিত্য।
সোমনাথ রায়ের চিত্রনাট্যে এই এক মাসের সাহিত্য পরিচালনা করছেন দেবীদাস ভট্টাচার্য। গৌরিশঙ্কর পান্ডা, শকুন্তলা বড়ুয়া, সুব্রত চৌধুরী, বহ্নি চক্রবর্তী, সৌমি প্রধানের মতো শিল্পীর অভিনয় দেখার সুযোগ মিলবে এই সিরিজে।
আরও পড়ুন, উত্তমের প্রিয় নারী কে? জানালেন তাঁর নাতজামাই ভাস্বর