Entertainment News

শুটিং সেটের সোফায় আরামের ঘুম! পোস্টার সেঁটে সাফ রাখার আর্জি টেলিপাড়ায়

একটি রঙিন পোস্টারে কার্টুন ছবিতে দেখা যাচ্ছে সেটের ওপর হাত-পা ছড়িয়ে ঘুমিয়ে এক ব্যক্তি। ছবির নীচে সেটের সোফায় কুশন নিয়ে ঘুমিয়ে না পড়ার অনুরোধ। আর একটি পোস্টারে শুটিং ফ্লোরকে মন্দিরের সঙ্গে তুলনা করে ফ্লোর পরিষ্কার রাখার আবেদন। কী ঘটে ফ্লোরে যে এ রকম অনুরোধ রাখতে হয় আর্ট ডিপার্টমেন্টকে?

Advertisement

মৌসুমী বিলকিস

কলকাতা শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৯ ১৫:১১
Share:

রঙিন পোস্টারে কার্টুন ছবিতে দেখা যাচ্ছে সেটের ওপর হাত-পা ছড়িয়ে ঘুমিয়ে এক ব্যক্তি। ছবির নীচে সেটের সোফায় কুশন নিয়ে ঘুমিয়ে না পড়ার অনুরোধ।

সিরিয়ালের সেট। রাখতে হবে ঝকঝকে তকতকে। বাড়ির মতো সেটের জিনিসপত্র তেলচিটে হয়ে গেলে চলবে না। কিন্তু সেটের জিনিসপত্র ঝকঝকে রাখা কি সহজ ব্যাপার? তার পিছনে থাকে আর্ট সেটিং কর্মীদের অক্লান্ত পরিশ্রম। ঝাড়ু আর ডাস্টার হাতে শটের আগে ঝাড়পোঁছ করতে করতে তাঁদের ঘাম বেরিয়ে যাওয়ার যোগাড়। ‘ত্রিনয়নী’ সিরিয়ালের নায়ক দৃপ্ত ওরফে গৌরব রায়চৌধুরীর বাড়ির সেট পড়েছে ভারতলক্ষ্ণী স্টুডিয়োয়। সেটে ঢোকার মুখে দেখা গেল দুটো পোস্টার।

Advertisement

একটি রঙিন পোস্টারে কার্টুন ছবিতে দেখা যাচ্ছে সেটের ওপর হাত-পা ছড়িয়ে ঘুমিয়ে এক ব্যক্তি। ছবির নীচে সেটের সোফায় কুশন নিয়ে ঘুমিয়ে না পড়ার অনুরোধ। আর একটি পোস্টারে শুটিং ফ্লোরকে মন্দিরের সঙ্গে তুলনা করে ফ্লোর পরিষ্কার রাখার আবেদন। কী ঘটে ফ্লোরে যে এ রকম অনুরোধ রাখতে হয় আর্ট ডিপার্টমেন্টকে?

‘ত্রিনয়নী’ সিরিয়ালের আর্ট ডিরেক্টর নাফিসা বললেন, ‘‘আসলে, যখন সেট সদ্য সদ্য বানানো হয় তখন তো বেশ সুন্দর থাকে। শুটিং শুরু হলেই সেটের ওপর অত্যাচার শুরু হয়...শুটিং ইউনিটের সদস্যদের চা খাওয়া, বসা, নোংরা করা...সেট পুরো নোংরা হয়ে যায়। সে কারণেই পোস্টারগুলো সেঁটে ঢোকার মুখে লাগিয়ে রাখা হয়েছে।’’

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

ইউনিটের কোনও কোনও সদস্য কি সোফার উপর ঘুমিয়ে পড়েন? নাফিসার জবাব: ‘‘হ্যাঁ...বাবা...(লম্বা করে টেনে বললেন)! লম্বা হয়ে সোফায় শুয়ে পুরো কাচের সেন্টার টেবিলের ওপর পা রেখে ঘুমিয়ে পড়েন অনেকে। জুতো পরেও সোফার উপর পা তুলে শুয়ে পড়েন কেউ কেউ। চাপ হয় আর্ট ডিপার্টমেন্টের।’’


এমন পোস্টারই পড়েছে টেলি পাড়ায়।

তা হলে লোকজন কাজের ফাঁকে ক্লান্ত হয়ে পড়লে কোথায় বসে? একটুও না ভেবে তাঁর উত্তর, ‘‘কেন? প্রোডাকশনের প্লাস্টিকের চেয়ার আছে তো! সবাই একটু সচেতন হলে আর্ট ডিপার্টমেন্টের সুবিধা হয়, আর্ট সেটিংয়ের কর্মীদের অপ্রয়োজনীয় খাটনি কমে।’’

আরও পড়ুন, শাহরুখের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন অমিতাভ!

ধারাবাহিকের পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার মুখে মৃদু হাসি নিয়ে বললেন, ‘‘আসলে কি হয়, শুটিংয়ের সেটই তো আমাদের ঘরবাড়ি হয়ে যায়, বাড়িতে যত ক্ষণ আমরা থাকি তার থেকে শুটিং ফ্লোরে অনেক বেশি সময় থাকি আমরা... তো ফ্লোরকে আমরা বাড়ির মতোই ভেবে নিই। যখন দৃশ্যগ্রহণের মাঝখানে গ্যাপ থাকে বা লাইট হয় বা বাইরে ঝেঁপে বৃষ্টি হলে সাউন্ডের সমস্যা হয় বলে দৃশ্যগ্রহণ বন্ধ থাকে তখন যাঁদের কাজ থাকে না তাঁরা সোফায় একটু গড়াগড়ি দেন আর কি! চাপে সোফা নষ্ট হয় অবশ্যই। সে জন্যই নিষেধ করে করে কেউ শোনে না বলে, ফেডআপ হয়ে আর্ট ডিপার্টমেন্ট পোস্টারগুলো সেঁটেছে। মজা করেই পোস্টারগুলো সাঁটা হয়েছে আর কি!’’

সেট ঝকঝকে রাখার এই ঝক্কি তো আছেই। কিন্তু নতুন ধারাবাহিকের নায়িকা ত্রিনয়নী ওরফে শ্রুতি দাস তৃতীয় নয়নের বিশেষ ক্ষমতা নিয়ে কতটা দর্শকপ্রিয় হতে পারবেন তারই অপেক্ষা এখন।

(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন