তিন ভাঁজের স্মার্টফোন। —প্রতীকী ছবি।
স্মার্টফোনের দুনিয়ায় নতুন চমক। এ বার তিন ভাঁজের মুঠোবন্দি ডিভাইস বাজারে নিয়ে এল চিনা সংস্থা হুয়াওয়েই। এর জেরে প্রবল প্রতিযোগিতার মুখে পড়েছে দক্ষিণ কোরীয় সংস্থা স্যামসং। ড্রাগনভূমির ‘থ্রি ফোল্ড’ মুঠোবন্দি ডিভাইসে রয়েছে কী কী সুবিধা? কিনতে খরচ করে কত টাকা? আনন্দবাজার ডট কমের এই প্রতিবেদনে রইল তার হদিস।
হুয়াওয়েই-র তৈরি তিন ভাঁজের ওই স্মার্টফোনের পোশাকি নাম ‘মেট এক্সটি আল্টিমেড ডিজ়াইন’। সংশ্লিষ্ট গ্যাজেটটি আর পাঁচটা ফোল্ডিং ফোনের চেয়ে যে এগিয়ে, তা বলার অপেক্ষা রাখে না। কারণ, এর দু’বারের ভাঁজ খুললে ফোন নয়, হাতের মুঠোয় আস্ত একটা ট্যাব পাবেন ব্যবহারকারী, যার সম্পূর্ণ স্ক্রিনের মাপ ১০.২ ইঞ্চি।
গ্রাহকেরা অবশ্য মাঝখান থেকে ভাঁজ করে ট্যাব-ফোনের স্ক্রিন কিছুটা ছোট করে নিতে পারেন। সে ক্ষেত্রে স্ক্রিনের মাপ দাঁড়াবে ৭.৯ ইঞ্চি। আবার ‘মেট এক্সটি’কে সম্পূর্ণ ভাঁজ করলে ৬.৮ ইঞ্চিতে চলে আসবে স্ক্রিনের মাপ। তখন সাধারণ স্মার্টফোনের মতোই দেখতে লাগবে একে।
থ্রি ফোল্ডিং ফোনে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘কিরিন-৯০১০’ প্রসেসার ব্যবহার করেছে নির্মাণকারী চিনা বৈদ্যুতিন সংস্থা। ডিভাইসটিতে থাকছে ৫,৬০০ এমএইচ ব্যাটারি। গ্যাজেট বিশ্লেষকদের একাংশ একে বেশ কম বলেই উল্লেখ করেছেন। তিন ভাঁজের ফোনটির ওজন ২৯৮ গ্রাম বলে জানা গিয়েছে। অর্থাৎ, সে দিক থেকে হুয়াওয়েই-এর মুঠোবন্দি ডিভাইসকে বেশ ভারি বলা যেতে পারে।
স্মার্টফোনের বাজারে হইচই ফেলে দেওয়া ‘মেট এক্সটি’ ফোনে রয়েছে হারমনি অপারেটিং সিস্টেম। এটিরও নির্মাণকারী সংস্থা হল হুয়াওয়েই। এতে অবশ্য গুগ্লের কোনও পরিষেবা নেই। সেই কারণে বর্তমানে চিনের বাইরে বিক্রি হচ্ছে না এই ফোন।
স্মার্টফোনে ট্রাইফোল্ড নকশা থাকা মানেই ডিভাইসটিতে থাকছে দু’টি হিঞ্জ এবং তিনটে মোড। সেই সঙ্গে এর একটা দুর্দান্ত লুক দিতে পেরেছে নির্মাণকারী চিনা সংস্থা। ফলে ‘মেট এক্সটি’ কিনতে গেলে দামের ছেঁকায় হাত পুড়তে পারে আমজনতার। গ্যাজেট বিশ্লেষকেরা অবশ্য এর দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিয়ে এখনই প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন।
আগামী বছরের শেষের দিকে স্যামসাং বাজারে থ্রি ফোল্ডিং স্মার্টফোন আনবে বলে সূত্র মারফত মিলেছে খবর। তখন ট্যাব-ফোন কেনার সুযোগ পাবেন এ দেশের বাসিন্দারা। ওজনে ভারি এবং উচ্চ মূল্যের ওই ফোন ব্যবহারকারীদের মন জয় করতে পারে কি না, সেটাই এখন দেখার।