Entertainment News

ক্যানসার সচেতনতা প্রসারে ‘আরও আরও দাও প্রাণ’

আগামী ৩ মার্চ কলকাতার এক হোটেলে হবে এই ছবির স্ক্রিনিং। উদ্দেশ্য, সাধারণ মানুষের মধ্যে ক্যানসার সম্বন্ধে সচেতনা প্রসার। সৌজন্যে কলকাতা ব্রেস্ট হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার অ্যসোসিয়েশন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ মার্চ ২০১৮ ১৫:২৯
Share:

এই অনুষ্ঠানে শতরূপা সান্যাল, শর্বরী দত্ত এবং অলকানন্দা রায়ের উপস্থিত থাকার সম্ভবনা রয়েছে।

মারণ রোগ ক্যানসার। প্রতি বছর এতে প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। আবার অনেকেই ক্যানসারের বিরুদ্ধে যুদ্ধ করে জিতে নিচ্ছেন জীবনের আরও কয়েকটা বছর। এমনই এক ক্যানসার রোগীর বাস্তব জীবনকে ফ্রেমবন্দি করেছেন পরিচালক শতরূপা সান্যাল। ডকুমেন্টরিটির নাম ‘আরও আরও দাও প্রাণ’।

Advertisement

আগামী ৩ মার্চ কলকাতার এক হোটেলে হবে এই ছবির স্ক্রিনিং। উদ্দেশ্য, সাধারণ মানুষের মধ্যে ক্যানসার সম্বন্ধে সচেতনা প্রসার। সৌজন্যে কলকাতা ব্রেস্ট হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার অ্যসোসিয়েশন।

আগামিকাল ওই অনুষ্ঠানে একটি র‌্যাম্প শোয়েরও আয়োজন করা হয়েছে। শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অলকানন্দা রায়, শর্বরী দত্ত, ইমন চক্রবর্তী, সত্রাজিত্ সেন, রাতুল শঙ্কর— প্রমুখের ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। গোটা শো-এর ডিজাইনের দায়িত্বে রয়েছেন ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়।

Advertisement

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement