Rumours On Tejasswi Prakash

আচমকা বুকে হাত দিলেন আতঙ্কিত তেজস্বী! অনুষ্ঠান থেকে পালিয়ে গেলেন তিনি! কী হয়েছিল তাঁর?

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তঃসত্ত্বা ভারতী সিং, দেবিনা বন্দ্যোপাধ্যায়। তাঁরাও হতভম্ব! কিছু বুঝে ওঠার আগেই সরে গেলেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৫ ১৩:১০
Share:

তেজস্বী প্রকাশের কী হল? ছবি: ফেসবুক।

উদ্‌যাপনের আবহ। উপস্থিত প্রত্যেকের মুখেচোখে খুশির ঝিলিক। পানীয়ের গ্লাস ঘুরছে হাতে হাতে। বলিউড সুন্দরীরাও এসেছেন। তাঁরা দল বেঁধে হাসিমুখে ‘পোজ়’ দিচ্ছেন চিত্রসাংবাদিকদের। এমনই একটি দলে অভিনেত্রী ভারতী সিংহ, দেবিনা বন্দ্যোপাধ্যায়, এষা সিংহ এবং তেজস্বী প্রকাশ।

Advertisement

তাঁরাও হাসিমুখে ছবি তুলছিলেন। দেবিনা আবার আদর করে হাত বুলিয়ে দেন ভারতীর গর্ভে। হঠাৎ ছন্দপতন! বুকে হাত তেজস্বী প্রকাশের। কেউ কিছু বোঝার আগেই সরিয়ে নিলেন নিজেকে! বাকিরা হতভম্ব। হকচকিয়ে গিয়ে বোঝার চেষ্টা করছেন, কী হয়েছে তেজস্বীর?

ওই মুহূর্তের ভিডিয়ো আপাতত রবিবাসরীয় সকালে বলিউড মহল্লায় তুফান তুলেছে। শনিবার রাতে দেবিনারা যে কৌতূহল নিয়ে বাড়ি ফিরেছেন, সেই কৌতূহল আছড়ে পড়েছে সমাজমাধ্যমের মন্তব্য বাক্সে। কী ঘটল তেজস্বীর সঙ্গে? কেনই বা আতঙ্কিত অভিনেত্রী ও ভাবে সকলের মাঝখান থেকে পালিয়ে গেলেন!

Advertisement

সঠিক উত্তর এখনও অজানা। তেজস্বীর অনুরাগীরা তাঁর শারীরিক অসুস্থতার কথা ভেবে উদ্বিগ্ন। একদল অবশ্য অন্য সম্ভাবনাও দেখেছেন। তাঁদের ধারণা, আলোয় সাজানো পরিবেশে গঙ্গাফড়িংদের উৎপাত বাড়ে। তেমনই কিছু কি উড়ে এসে গায়ে বসেছিল অভিনেত্রীর? কারণ, তেজস্বী মুঠো করে কিছু চেপে ধরেছিলেন। তাঁর মুখচোখে তখন ভয়-আতঙ্ক-বিরক্তি মাখামাখি। দেখে অবাক স্বয়ং ভারতীও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement