Silajit Majumder

Silajit Majumdar: একটা চুমুর শব্দের চেয়ে মিষ্টি সঙ্গীত তো আর কিছু হতে পারে না: শিলাজিৎ

শিলাজিতের গানে এই চুমুর শব্দ এসেছে। দাপটের সঙ্গে এসেছে। আছে অ্যান্টেনা গানটিতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২১ ০৯:১০
Share:

ফাইল চিত্র।

গানের শুরুতে শ্রোতাদের সিট বেল্ট বেঁধে নেওয়ার বার্তা দিয়েছিলেন শিলাজিৎ। কারণ? সর্বনাশ! তাই তো চেয়েছিলেন? গানে যে সর্বনাশা বানের জল আনতে চেয়েছিলেন তিনি, তার সিংহ ভাগ জুড়ে আছে তাঁর গানের সঙ্গীতায়োজন। কুলকুচির শব্দ, পিংপং বলের ড্রপ খাওয়ার শব্দ, কাকের ডাক, চুমুর লেপ্টে থাকা— সবই গানের অংশ হয়ে এসেছে। বার বার। সুরের সঙ্গে মিলে গিয়েছে ‘বেসুর’ শব্দও। ‘অ্যান্টেনা’, ‘যা পাখি’, ‘ঝিন্টি’ তার উদাহরণও বটে। কী থেকে এমন ভাবনার শুরু?

Advertisement

আনন্দবাজার অনলাইনের ফেসবুক লাইভে শিলাজিৎ শব্দ ও নিজের সঙ্গে সঙ্গীতের যোগ নিয়ে বললেন সবিস্তার। প্রশ্ন ছিল, ‘যা পাখি উড়তে দিলাম তোকে’ গানটি নিয়ে। গানটি শুরু হয় একটি টেলিফোনের বার্তালাপ দিয়ে। তার পরে আসে ফোন কেটে দেওয়ার পরের একটি টোন, যার কাছাকাছি একটি শব্দ শিলাজিৎ ব্যবহার করেছেন ‘ঝিন্টি’ গানটিতেও। তার পরে বাকি শব্দের সঙ্গে একটা পিংপং বল গড়িয়ে যাওয়ার শব্দ হয়। কেন?

শিলাজিৎ বললেন, ‘‘আমি যখন ভাবছিলাম গান গাইব, তখন থেকেই আমার অন্য রকম হওয়ার ইচ্ছা ছিল। আমি ভাবতাম, আমি অন্য। বেশ কিছু মানুষ পেয়েছিলাম যাঁরা অন্য পথে ভাবেন। সোজা পথে না, একটু অন্য রকম করে ভেবে থাকেন।’’ তার পরেই এক দর্শকের তরফ থেকে প্রশ্ন আসে, ‘সঙ্গীতের সংজ্ঞা কী?’ সেই প্রশ্নের জবাবে ‘অন্ধের হস্তি দর্শন’ আর ‘রামকৃষ্ণ কথামৃত’-র প্রসঙ্গ টানেন শিলাজিৎ। তার পরই স্পষ্ট বলেন, ‘‘কেউ মনে করে যে কোনও শব্দই গান। একটা চুমুর শব্দের থেকে মিষ্টি সঙ্গীত তো আর কিছু হতে পারে না। সেটা তো কোনও সাঙ্গীতিক যন্ত্র নয়। শেক্সপিয়রের কথায় প্রেমিক-প্রেমিকার কথার আদানপ্রদানে যে কথা হয়, সেটাই তো মিউজিক।’’

Advertisement

শিলাজিতের গানে এই চুমুর শব্দ এসেছে। দাপটের সঙ্গে এসেছে। আছে অ্যান্টেনা গানটিতে। সেখানে এক দিকে ঢেকুরের শব্দ আছে, শিসের শব্দ আছে, তেমনই আছে সেই বিখ্যাত লেখনি, ‘একটা ডুব্লু ডিলু, ডিবটু ডিলু ডাম....’, এই অংশের শেষেই এসেছে চুমুর শব্দ। সেখানে, মানে গানের মাঝামাঝি থেকে বেশ অর্ধেক মিনিট জুড়ে গানের তালের সঙ্গে চলেছে সেই শব্দপ্রয়োগ।

গানের শব্দপ্রয়োগের বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে শিলাজিৎ বলেছেন ‘ঝিন্টি’ গানটিতে ব্যবহার করা কাকের ডাকের কথাও। কালীঘাটের গলিতে ঘুরে কী করে কাকের ডাক রেকর্ড করা হয়েছিল, সে গল্পও বলেছেন তিনি। সব মিলিয়ে তাঁর সঙ্গীতায়োজনের যে জাদু, তার দর্শন লুকিয়ে আছে মগজের কোন সদর কোঠায়, শিলাজিতের কথায় তার কিছুটা নাগাল পেলেন দর্শক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন