রণবীর সিংহের ছবি: সংগৃহীত।
রণবীর সিংহের ছবি ‘ধুরন্ধর’-এর সেটে আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন ইউনিটের ১২০ জন। অবশেষে প্রকাশ্যে এল কারণ। খাবারের কারণে নয়। লেহ অঞ্চলে মুরগির মধ্যে এক ধরনের দূষণ ছড়িয়েছে। তার জেরেই নাকি ১২০ জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
লেহ-তে শুটিং হচ্ছিল। জানা গিয়েছিল, খাওয়াদাওয়ার কিছুক্ষণ পর থেকেই সেটের কলাকুশলীদের পেটে প্রচণ্ড ব্যথা, বমি বমি ভাব, মাথা যন্ত্রণার মতো একাধিক উপসর্গ দেখা দিতে থাকে। সঙ্গে সঙ্গে তাঁদের সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রায় ৬০০ জন ওই খাবার খেয়েছিলেন। তাঁদের মধ্যে ১২০ জন অসুস্থ হয়ে পড়েন।
খাওয়াদাওয়ার খরচ কমাতে কি খারাপ মানের খাবার দেওয়া হয়েছিল কলাকুশলীদের? এই প্রশ্নও উঠেছিল। ‘ধুরন্ধর’ ছবির এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে বলেছেন, “এই মুহূর্তে অন্যতম ব়ড় মাপের ছবি এটি। তাই খরচ কমানোর কোনও প্রশ্নই আসে না। বরাবরই লেহ-র মতো জায়গায় শুটিং করা খুব সহজ নয়। ৩০০ জন কলাকুশলী রয়েছেন। এই এলাকাতেই মুরগিদের মধ্যে কোনও সংক্রমণ ছিল। তার জেরেই এই ঘটনা। তাই এই ধরনের গুজব ছড়ানোর মতো ঘটনা খুবই হাস্যকর।”
সেই সূত্র থেকে আরও জানা গিয়েছে, কলাকুশলীদের পরিষ্কার, পরিচ্ছন্নতা ও নিরাপত্তার দিকে যথেষ্ট খেয়াল রাখা হচ্ছে। ফের কলাকুশলীরা সুস্থ হয়ে ফিরে কাজে যোগ দিচ্ছেন। তাই তাঁরা যাতে ঠিক থাকেন, সেই দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। ছবির শুটিং প্রায় শেষের পথে। সেই সূত্র মারফত জানা গিয়েছে, আর মাত্র কয়েক সপ্তাহের শুটিং বাকি রয়েছে। সেপ্টেম্বরের মাঝামাঝি শুটিং শেষ করে মুম্বইয়ে ফিরবে ইউনিট। ছবি মুক্তি পাওয়ার কথা চলতি বছরের ৫ ডিসেম্বর।