Hansika Motwani

চেহারা যেন ‘ময়দার দলা’, ওর ঊরু স্পর্শ করতে চাই! হংসিকা এই মন্তব্য শুনে কী করেছিলেন?

এক বার প্রকাশ্যে তাঁর শরীর নিয়ে মশকরা এবং যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা হয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৫ ১৮:৩১
Share:

হংসিকাকে নিয়ে কে এমন মন্তব্য করেছিলেন? ছবি: সংগৃহীত।

শৈশব থেকে অভিনয় করছেন হংসিকা মোতওয়ানি। ছোটপর্দায় হিন্দি ধারাবাহিক ‘শাকা লাকা বুম বুম’-এ অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন প্রথম। তার পর সেখান থেকে বলিউড ও দক্ষিণের চলচ্চিত্রজগতে পদার্পণ। তবে এক বার প্রকাশ্যে তাঁর শরীর নিয়ে মশকরা এবং যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা হয়েছিল।

Advertisement

২০২৩ সালে ‘পার্টনার’ নামে একটি দক্ষিণী ছবিতে অভিনয় করেছিলেন হংসিকা। মনোজ দামোদরন পরিচালিত এই ছবিতে নায়কের চরিত্রে ছিলেন আদি পিনিসেট্টি। এ ছাড়াও ছবিতে ছিলেন যোগী বাবু, পল্লক লালওয়ানি, পণ্ডিরাজন, রোবো শঙ্কর, জন বিজয়, রবি মারিয়া, টাইগার থাঙ্গাদুরাই, মুনিশকণ্ঠ-সহ আরও অনেকে। ছবির প্রচারের সময়ে এক অনুষ্ঠানে হংসিকাকে রোবো শঙ্কর ‘মোমের পুতুল’ বলে ডেকেছিলেন। এমনকি ‘ময়দার দলা’র সঙ্গে হংসিকার দেহের বর্ণনা করেছিলেন রোবো।

এখানেই শেষ নয়। রোবো বলেছিলেন, “আমি হংসিকার কাছে অনেক অনুরোধ করেছিলাম, যাতে একটা দৃশ্যে ওর পা আর ঊরু স্পর্শ করতে পারি। আমি রীতিমতো ওর পায়ে পড়ে গিয়েছিলাম। শুধুই ওর পদযুগল স্পর্শ করার জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু ও রাজি হয়নি।”

Advertisement

শুধু নায়করাই স্পর্শ করতে পারেন নায়িকাদের। এই আক্ষেপও করেছিলেন রোবো। সেই সময়ে মঞ্চে উপস্থিত ছিলেন হংসিকাও। কিন্তু এই মন্তব্য শুনেও তিনি প্রতিবাদ করতে পারেননি। অস্বস্তিতে পড়ে কেবল হাসতে থাকেন তিনি। তবে এক সাংবাদিক বিষয়টির দিকে আঙুল তুলেছিলেন। পরে রোবোর হয়ে হংসিকার কাছে ক্ষমা চেয়েছিলেন জন বিজয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement