Ranveer Allahbadia controversy

‘সঙ্গম’ বিতর্কে রণবীরের ফ্ল্যাটে হানা পুলিশের! ঘরে নেই ইউটিউবার, ডাক পড়ল রঘু রামের

বৃহস্পতিবার খার থানায় রণবীরকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি যাননি। ফের শুক্রবার তাঁকে সমন করা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩১
Share:

রণবীরের বিষয়ে রঘুর বয়ান নথিভুক্ত করল পুলিশ। ছবি: সংগৃহীত।

বিতর্কিত মন্তব্যের জন্য বিপাকে পড়েছেন রণবীর ইলাহাবাদিয়া। তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে একাধিক অভিযোগ। অসমেও অভিযোগ দায়ের হয়েছে রণবীরের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার রণবীরের বাড়িতে পৌঁছেছিল মুম্বই ও অসম পুলিশের একটি দল। জানা যাচ্ছে, পুলিশ পৌঁছে দেখে রণবীরের ফ্ল্যাটে তালা দেওয়া। এই ঘটনায় নাম জড়িয়েছে ‘রোডিজ়’ খ্যাত রঘু রামেরও।

Advertisement

বিতর্কের সূত্রপাত সময় রায়নার ‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’ নামের একটি অনুষ্ঠানকে ঘিরে। অনুষ্ঠানে রণবীর এক প্রতিযোগীকে বলে বসেন, “বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, না কি নিজেও এক বার যোগ দিয়ে তাঁদের সঙ্গম স্থায়ী ভাবে বন্ধ করতে উদ্যত হবে?” এই মন্তব্যের পরেই রণবীর ও সময়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। অনুষ্ঠানের বিভিন্ন এপিসোডে আসা অতিথিদেরও জিজ্ঞাসাবাদ করছে মুম্বই পুলিশ। রঘু রামকেও মহারাষ্ট্র পুলিশের সাইবার দফতর জিজ্ঞাসাবাদ করেছে। বৃহস্পতিবার তাঁর বয়ান নথিভুক্ত করেছে পুলিশ।

বৃহস্পতিবার খার থানায় রণবীরকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি যাননি। ফের শুক্রবার তাঁকে সমন করা হয়। তখন রণবীর নিজেই পুলিশকে তাঁর বাড়িতে এসে বয়ান নথিভুক্ত করার অনুরোধ জানিয়েছিলেন। সেই অনুরোধ ফিরিয়ে দিয়েছিল মুম্বই পুলিশ। অন্য দিকে, গুয়াহাটিরও জনৈক বাসিন্দা রণবীরের বিরুদ্ধে অশালীনতা প্রচারের অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই রণবীরের ভারসোভার ফ্ল্যাটে শুক্রবার পৌঁছয় মুম্বই ও অসম পুলিশের দল। তবে পাওয়া যায়নি ইউটিউবারকে।

Advertisement

রণবীর ও সময় রায়না ছাড়াও আশিস চঞ্চলানি, জসপ্রীত সিংহ ও অপূর্বা মাখিজার বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত প্রায় ৫০ জনের বয়ান নথিভুক্ত করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement