Aamir Khan Birthday Celebration

আমিরের ৬০-এ পা, নায়কের জন্মদিনে উদ্‌যাপন দেশ জুড়ে! কোন চমকের অপেক্ষায় বলিউড?

সাত দিন ধরে দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে আমির অভিনীত নানা স্বাদের ছবি দেখানো হবে। এ কথা ঘোষণা করলেন জাভেদ আখতার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ২০:০০
Share:

‘প্রবীণ নাগরিক’-এর তালিকায় আমির খান! ছবি: সংগৃহীত।

আমির খান ৬০! ক্যালেন্ডার বলছে ১৪ মার্চ থেকে তিনি ‘প্রবীণ নাগরিক’! তাঁর চেহারা বলছে, ‘চকোলেট হিরো’র যাবতীয় লক্ষণ তাঁকে ছেড়েও যেন ছাড়েনি। আজও তিনি হাসলে অনেক নারীর বুকে দোলা লাগে। তারই জেরে নাকি উত্তর বসন্তে আমিরের প্রেমে পড়েছেন বেঙ্গালুরুর এক নারী।

Advertisement

আবার কাজের সময় এই নায়কই প্রচণ্ড খুঁতখুঁতে। ক্যামেরার খুঁটিনাটি থেকে বাকি সহ-অভিনেতাদের অভিনয়— কোনও কিছুই তাঁর শ্যেনদৃষ্টি এড়ায় না। এমন এক ব্যক্তির জন্মদিনে বিশেষ আয়োজন থাকবে না!

বলিউড বলছে, থাকবে। ১৪ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত আমির অভিনীত নানা স্বাদের ছবি দেখানো হবে। এই বিশেষ উদ্‌যাপনের নাম ‘আমির খান: সিনেমা কা জাদুগর’। রবিবার এ কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করলেন চিত্রনাট্যকার জাভেদ আখতার। তিনি জানিয়েছেন, দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে আমিরের বাছাই করা ছবি দেখতে পাবেন তাঁর অনুরাগীরা। এমন একটি ঘোষণার জন্য কেন জাভেদকে বেছে নেওয়া হল?

Advertisement

তারও জবাব রয়েছে। জাভেদের লেখা চিত্রনাট্যেই প্রথম অভিনয় আমিরের। একই ভাবে ফারহান আখতারের প্রথম ছবিও আমিরের সঙ্গে। অভিনেতা সম্পর্কে বলতে গিয়ে জাভেদ বলেন, তিনি কিছুতেই ‘দঙ্গল’ ছবির কথা ভুলতে পারেন না। যেখানে বয়সের আগেই আমির এই ছবিতে বয়ঃবৃদ্ধ পিতা। তিন কন্যার অভিভাবক। আমিরের সমস্ত ছবির মধ্যে বর্ষীয়ান চিত্রনাট্যকার তাই এই ছবিকে এগিয়ে রাখবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement