Aamir Khan on Patriotism

দেশভক্তি নিয়ে প্রশ্ন তুলবে না, হুঙ্কার আমিরের! পাকিস্তানের বিরুদ্ধে প্রথম কোন কাজটা করেন?

পাকিস্তানের বিরুদ্ধে যখন লোকে কণ্ঠ ছাড়তেন না, সেই সময় লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে পরামর্শ করে কোন সাহসী পদক্ষেপ করেন আমির?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ২০:৩৩
Share:

ছবি: সংগৃহীত।

নিজেকে গর্বিত মুসলিম বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেন আমির খান। পাশাপাশি, পহেলগাঁও হামলা নিয়েও কথা বললেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। নিজের ধর্ম নিয়ে যতটা গর্বিত, ঠিক ততটাই তিনি গর্ববোধ করেন একজন ভারতীয় হিসেবে। তাঁর দেশভক্তি নিয়ে কোনও রকম কুকথা মেনে নেবেন না। কারণ, তিনি দেশভক্ত বলেই নিজেকে মনে করেন। তাঁর জন্য পাকিস্তান থেকে অনেক বিদ্বেষপূর্ণ মন্তব্য সহ্য করতে হয় তাঁকে। আমির দাবি করেন, তিনিই প্রথম, যাঁর ছবিতে পাকিস্তানের জঙ্গি কার্যকলাপের কথা প্রথম উচ্চারিত হয়।

Advertisement

একটা সময় পাকিস্তানের বিরুদ্ধে সেখানকার জঙ্গি সংগঠন কিংবা গুপ্তচরদের নিয়ে ছবিতে কোনও নাম উচ্চারণ করা যেত না সিনেমায়। সেখানে তাঁর ‘সারফারোশ’ ছবিতে প্রথম সরাসরি পাকিস্তানকে আক্রমণ করা হয়। যদিও ছবিটি মুক্তির সময় কেন্দ্রীয় সেন্সর বোর্ড তাঁদের বেশ কিছু বাদ দিতে বলেন। কিন্তু ছবির পরিচালক ও আমির অনড় ছিলেন, তাঁরা কোনও পরিবর্তন করবেন না। সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে পরামর্শ করেন আমির। অভিনেতার কথায়, ‘‘আমি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে বলি, আপনি সংসদে তাদের কথা বলতে পারছেন, তা হলে প্রকাশ্যে নয় কেন? তারা প্রকাশ্যে জঙ্গিদের মদত দিচ্ছে। তা হলে আমরা এ টুকু করতে পারব না কেন? এর পর সরাসরি পাকিস্তানের নাম তোলা হয় সিনেমায়। তার আগে অবধি প্রতিবেশী রাষ্ট্র নামে ডাকা হত।’’ এই ছবি মুক্তির পর অশান্তিও পোহাতে হয়েছে অভিনেতাকে। তাঁর কথায়, ‘‘এই ছবি মুক্তির পর প্রচুর নেতিবাচক মন্তব্য বিদ্বেষে ভরা কটু কথা শুনেছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement